menu-iconlogo
huatong
huatong
avatar

Jatobar dekhi maago BENGALI HQ

S.pathakhuatong
💫💦𝕊𝔸ℕ𝕁𝔸𝕐💫ℙ𝔸𝕋ℍ𝔸𝕂💦💫huatong
가사
기록
যত বার দেখি

মাগো তোমায় আমি

যত বার দেখি

মাগো তোমায় আমি

সাধ মেটেনা

কভু তোমায় দেখে,

সবাই বলে ভগবান সুন্দর

হবে না তো সুন্দর

তোমার থেকে,

যত বার দেখি

মাগো তোমায় আমি

যত বার দেখি

মাগো তোমায় আমি

সাধ মেটেনা

কভু তোমায় দেখে,

সবাই বলে ভগবান সুন্দর

হবে না তো সুন্দর

তোমার থেকে,

যত বার দেখি

মাগো তোমায় আমি

ভয় পেলে ব্যাথা পেলে

মুখে আসে মা

সুখেতে দুঃখেতে

মুখে আসে মা,

ভয় পেলে ব্যাথা পেলে

মুখে আসে মা

সুখেতে দুঃখেতে

মুখে আসে মা,

তোমার আঁচল তলে

সর্বেও সুখ মেলে

তার চেয়ে আনন্দ

মা ডেকে,

যত বার দেখি

মাগো তোমায় আমি

যত বার দেখি

মাগো তোমায় আমি।

হয় যদি নিতে মোর

জনম আবার

প্রতি জনমেতে চাই

চরণ তোমার,

হয় যদি নিতে মোর

জনম আবার

প্রতি জনমেতে চাই

চরণ তোমার,

তোমার তুলনা তুমি

তাই তো তোমায় নমি

ধন্য তোমার স্নেহ

সুধা মেখে,

যত বার দেখি

মাগো তোমায় আমি।

যত বার দেখি

মাগো তোমায় আমি

সাধ মেটেনা

কভু তোমায় দেখে,

সবাই বলে ভগবান সুন্দর

হবে না তো সুন্দর

তোমার থেকে,

যত বার দেখি

মাগো তোমায় আমি।

S.pathak의 다른 작품

모두 보기logo

추천 내용