menu-iconlogo
huatong
huatong
avatar

Dhaker Tale Komor Dole

Subhadip_Stkhuatong
swenyaswenyahuatong
가사
기록
ঢাকের তালে, কোমর দোলে

খুশীতে নাচে মন

আজ বাজা কাঁসর জমা আসর

থাকবে মা আর কতক্ষন..।

মায়ের রুপে মন ভরে যায়

প্রনাম জানা ঐ রাঙা পায়

ওরে ধুনচি দু’হাতে নাচরে এখন

ঢাকের তালে, কোমর দোলে

খুশিতে নাচে মন

আজ বাজা কাঁসর, জমা আসর

থাকবে মা আর কতক্ষন

বল দূর্গা মায় কি - জয়..

বল দূর্গা মায় কি - জয়..

বল দূর্গা মায় কি - জয়..

বল দূর্গা মায় কি - জয়..।

আসবে আবার মা বছর পরে

দু’চোখ তবু হায় জলে ভরে

আসবে মা লক্ষ্মী ক’দিন পরে

মন যে তবু হায় কেমন করে।

আমি জানাবো মাকে জানাবো

আজ আমার এ মনের আশা

যেন এ মনে, এই জীবনে

থাকে এমনই ভালোবাসা..

মায়ের ভাসান হবে রে আজ

চলছে বরন আরতি নাচ

ঢাই কুরা কুর, ঢ্যাং কুরা কুর তোলরে মাতন

ঢাকের তালে কোমর দোলে

খুশিতে নাচে মন

আজ বাজা কাঁসর জমা আসর

থাকবে মা আর কতক্ষন..।

আপনাদের ভালোলাগা আমার সার্থকতা

আমি জানিনা, কেন জানিনা

আজ নিজেকে নতুন লাগে

মন সেজেছে, রং লেগেছে

এত খুশী দেখেনি আগে

আমি পেয়েছি, ফিরে পেয়েছি

কত দিনের পরে এই হাসি

তাই মনে হয়, শুধু মনে হয়

যেন এভাবে সুখে ভাসি

বরন শেষে সিঁদুর খেলা

থাকবে মনে বিদায় বেলা

আজ সিঁদুরে সোহাগে রাঙা জীবন

ঢাকের তালে কোমর দোলে

খুশিতে নাচে মন

আজ বাজা কাঁসর জমা আসর

থাকবে মা আর কতক্ষন।

বল দূর্গা মায় কি - জয়..

বল দূর্গা মায় কি - জয়..

বল দূর্গা মায় কি - জয়..

বল দূর্গা মায় কি - জয়..।

Subhadip_Stk의 다른 작품

모두 보기logo

추천 내용