menu-iconlogo
huatong
huatong
avatar

Morute Elen Mohammad

Sultana Yeasmin Lailahuatong
mystery_star4huatong
가사
기록
মরুতে এলেন মোহাম্মদ

মধুরাতে এলেন শ্যাম

ঈমান খেলা খেলছেন রাসুল

লীলা খেলে ঘন শ্যাম

মরুতে এলেন মোহাম্মদ

মধুরাতে এলেন শ্যাম

ঈমান খেলা খেলছেন রাসুল

লীলা খেলে ঘন শ্যাম

মরুতে এলেন মোহাম্মদ

মরুতে এলেন মোহাম্মদ

মা খাদিজা পাগল হলো

নবীর প্রেমে মদিনায়

বাঁশির সুরে পাগল হয়ে

রাধা ছুটে যমুনায়

মা খাদিজা পাগল হলো

নবীর প্রেমে মদিনায়

বাঁশির সুরে পাগল হয়ে

রাধা ছুটে যমুনায়

মরুতে এলেন মোহাম্মদ

মরুতে এলেন মোহাম্মদ

মুসলমানের কোরআন কিতাব

হিন্দুর হয় ভেদ বিধান

মুসলিম ডাকে আল্লাহ বলে

হিন্দু ডাকে ভগবান

মুসলমানের কোরআন কিতাব

হিন্দুর হয় ভেদ বিধান

মুসলিম ডাকে আল্লাহ বলে

হিন্দু ডাকে ভগবান

মরুতে এলেন মোহাম্মদ

মরুতে এলেন মোহাম্মদ

তোরা দেখে যারে হিন্দু মুসলিম

মদিনায় আর মধু রায়

দুই রাখালে যুক্তি করে

গরু আর বকরি চড়ায়

তোরা দেখে যারে হিন্দু মুসলিম

মদিনায় আর মধু রায়

দুই রাখালে যুক্তি করে

গরু আর বকরি চড়ায়

মরুতে এলেন মোহাম্মদ

মরুতে এলেন মোহাম্মদ

একই মায়ের দুটি সন্তান

হিন্দু আর মুসলমান

একই কোলে জন্ম বলে

একই স্থনে দুগ্ধ পান

একই মায়ের দুটি সন্তান

হিন্দু আর মুসলমান

একই কোলে জন্ম বলে

একই স্তনে দুগ্ধ পান

মরুতে এলেন মোহাম্মদ

মধুরাতে এলেন শ্যাম

ঈমান খেলা খেলছেন রাসুল

লীলা খেলে ঘন শ্যাম

মরুতে এলেন মোহাম্মদ

মধুরাতে এলেন শ্যাম

ঈমান খেলা খেলছেন রাসুল

লীলা খেলে ঘন শ্যাম

মরুতে এলেন মোহাম্মদ

মরুতে এলেন মোহাম্মদ

মরুতে এলেন মোহাম্মদ

মরুতে এলেন মোহাম্মদ

Sultana Yeasmin Laila의 다른 작품

모두 보기logo

추천 내용