menu-iconlogo
huatong
huatong
suman-kalyanpur-mone-koro-ami-nei-bosonto-ese-geche-cover-image

Mone Koro Ami Nei Bosonto Ese Geche

Suman Kalyanpurhuatong
Pratik_Dey_Tubaihuatong
가사
기록
মনে করো আমি নেই বসন্ত এসে গেছে

কৃষ্ণচূড়ার বন্যায় চৈতালি ভেসে গেছে

মনে করো আমি নেই বসন্ত এসে গেছে

কৃষ্ণচূড়ার বন্যায় চৈতালি ভেসে গেছে

মনে করো আমি নেই

শুক্লাতিথির ওই ছায়াপথে

চলছে নতুন রাত মায়া রথে

শুক্লাতিথির ওই ছায়াপথে

চলছে নতুন রাত মায়া রথে

তুমি অবাক চোখে চেয়ে অপলকে

ভাবছো ভাল কি বেসে গেছো

কৃষ্ণচূড়ার বন্যায় চৈতালি ভেসে গেছে

মনে করো আমি নেই

যেন মনে লাগে দোলাতে

দোলা লাগে বিনা কারণে

শুধু মনে করো আমি নেই

যেন মনে লাগে দোলাতে

দোলা লাগে বিনা কারণে

শুধু মনে করো আমি নেই

যেন মনে লাগে দোলাতে

হঠাৎ খুশীর ওই রঙিন পাখি

হাওয়া লেখে তার ডাকাডাকি

হঠাৎ খুশীর ওই রঙিন পাখি

হাওয়া লেখে তার ডাকাডাকি

তুমি কি লগনে ভাবো আপন মনে

এমন হাতে যে রেখে গেছে

কৃষ্ণচূড়ার বন্যায় চৈতালি ভেসে গেছে

মনে করো আমি নেই বসন্ত এসে গেছে

কৃষ্ণচূড়ার বন্যায় চৈতালি ভেসে গেছে

মনে করো আমি নেই

Suman Kalyanpur의 다른 작품

모두 보기logo

추천 내용