menu-iconlogo
huatong
huatong
avatar

Don't Cry Baby Don't Cry

sumithuatong
Kingx00_star1366huatong
가사
기록
Do n't Cry Baby Don't Cry I'm Just Coming

And Know You Are Missing Me

Don't Cry Baby Don't Cry I'm Just Coming

And Know You Are Missing Me

ও সুইটি আর কেঁদো না, আমি আসছি

ও সুইটি আর কেঁদো না, আমি আসছি

ওই চোখের জল আর ফেলো না,

ওই চোখের জল আর ফেলো না না না

আমি আসছি, আমি আসছি।

Don't Cry Baby Don't Cry I'm Just Coming

And Know You Are Missing Me

Don't Cry Baby Don't Cry I'm Just Coming

And Know You Are Missing Me

ও.. দূরে পাহাড়ের গায়ে ওই সোনালী,

ঝলমলে রোদ যেন তুমি

দু'হাত বাড়িয়ে ডাকছো যে আমাকে

তবে কেন দূরে আমি

ও.. দূরে পাহাড়ের গায়ে ওই সোনালী,

ঝলমলে রোদ যেন তুমি

দু'হাত বাড়িয়ে ডাকছো যে আমাকে

তবে কেন দূরে আমি

ও সুইটি আর ভেবো না, আমি আসছি

ও সুইটি আর ভেবো না, আমি আসছি

ওই চোখের জল আর ফেলো না,

ওই চোখের জল আর ফেলো না না না

আমি আসছি, আমি আসছি।

চঞ্চলা তিস্তা এঁকে-বেঁকে বয়ে যায়,

মনে হয় লুকোচুরি করে।

আমি ভাবি তোমার ওই,

গায়ে সাদা ওড়না

খেয়ালি বাতাসে ওড়ে

চঞ্চলা তিস্তা এঁকে-বেঁকে বয়ে যায়,

মনে হয় লুকোচুরি করে।

আমি ভাবি তোমার ওই,

গায়ে সাদা ওড়না

খেয়ালি বাতাসে ওড়ে

ও সুইটি আর ভেবো না, আমি আসছি

ও সুইটি আর ভেবো না, আমি আসছি।

ওই চোখের জল আর ফেলো না,

ওই চোখের জল আর ফেলো না না না

আমি আসছি, আমি আসছি।

So Don't Cry Baby Don't Cry I'm Just Coming

And Know You Are Missing Me

sumit의 다른 작품

모두 보기logo

추천 내용