এলবামঃ একটা চাদর হবে
কথা, সুর ও সংগীতঃ ইথুন বাবু
শিল্পীঃ জেনস সুমন
-----------------------
একটা চাদর হবে-. চাদর,
একটা চাদর হবে-. চাদর,
যে চাদারে, লুকিয়ে থাকবে,
মানব দেহের আদর
একটা চাদর হবে চাদর,
একটা চাদর হবে-. চাদর,
যে চাদারে, লুকিয়ে থাকবে,
মানব দেহের আদর,
একটা চাদর হবে চাদর
একটা চাদর হবে-. চাদর।
মায়ের গর্বে জড়িয়ে ছিলাম
ছিলনা কোন চাদর
গড়েছে বিধি বেঁধেছে নিয়ম
বিদায়ে লাগবে চাদর,.....2
মায়ের গর্বে জড়িয়ে ছিলাম
ছিলনা কোন চাদর
গড়েছে বিধি বেঁধেছে নিয়ম
বিদায়ে লাগবে চাদর,
বুঝিনি কখনো এক টুকরো
সাদা কাপড়ের কদর,
একটা চাদর হবে চাদর
একটা চাদর হবে-. চাদর।
দশ মাস দশ দিন ছিলাম সুখে
মায়ের সাথে মুখ রেখে,
আলোর ঠিকানা যখনি পেলাম
জড়িয়ে রাখত মা বুকে,.....2
দশ মাস দশ দিন ছিলাম সুখে
মায়ের সাথে মুখ রেখে,
আলোর ঠিকানা যখনি পেলাম
জড়িয়ে রাখত মা বুকে,
কথা বালিশে রাখত ঢেকে
লাল নীল রঙের চাদর,,
একটা চাদর হবে চাদর
একটা চাদর হবে-. চাদর,
যে চাদরে লুকিয়ে থাকবে
মানব দেহের আদর,
একটা চাদর হবে চাদর
একটা চাদর হবে-. চাদর।
==DONNOBAD==