menu-iconlogo
huatong
huatong
avatar

জায়নামাজের পাটি

surjohuatong
༄𝙋𝙍𝙄𝙉𝘾𝙀༄🔥𝐁𝐁𝐅⚔️🇧🇩huatong
가사
기록
Singer:Emon Khan

Upload:Surjo

Wait...

যদি আমার মরনে তোর জীবনে

হয় রে হয় সমাধান।

আমি নিতর হয়ে পরে থাকলে যদি

বাড়ে রে বাড়ে ব্যবধান।

তবে তুই জোড়া হাতে থাকিস পাখি মোনাজাতে,

তবে তুই জোড়া হাতে থাকিস পাখি মোনাজাতে।

তোর দোয়া খান করতে কবুল ঐই আরশের উপর।

তোর জায়নামাজের পাটি তে পাবিরে পাখি

আমার মরার খবর।

তোর জায়নামাজের পাটি তে পাবিরে পাখি

আমার মরার খবর।

*--=Upload :Surjo=--*

=Music=

একটু একটু করে তোর চোখের আড়াল হবো,

এমন একদিন আসবে তোর আর না মনে পড়বো।

একটু একটু করে তোর চোখের আড়াল হবো,

এমন একদিন আসবে তোর আর না মনে পড়বো।

চির ঘুমে থাকবো শুয়ে মন থেকে তোরে মুছে ধুয়ে,

চির ঘুমে থাকবো শুয়ে মন থেকে তোরে মুছে ধুয়ে।

আমার পৃথিবী হবেনা আর ভোর।

তোর জায়নামাজের পাটি তে পাবিরে পাখি

আমার মরার খবর।

তোর জায়নামাজের পাটি তে পাবিরে পাখি

আমার মরার খবর।

=====Music=====

হাসতে হাসতে মরে যাবো মরন হলেই ভালো,

আর যে হতে চাই না রে তোর নয়নের আলো।

হাসতে হাসতে মরে যাবো মরন হলেই ভালো,

আর যে হতে চাই না রে তোর নয়নের আলো।

মুছে নেবো চোখের জল আর যেনো না হৃদয় বলে,

মুছে নেবো চোখের জল আর যেনো না হৃদয় বলে

আমার সমাধি তোর বুকের ভিতর.....

তোর জায়নামাজের পাটি তে পাবিরে পাখি

আমার মরার খবর,

তোর জায়নামাজের পাটি তে পাবিরে পাখি

আমার মরার খবর।

যদি আমার মরনে তোর জীবনে

হয় রে হয় সমাধান।

আমি নিতর হয়ে পরে থাকলে যদি

বাড়ে রে বাড়ে ব্যবধান।

তবে তুই জোড়া হাতে থাকিস পাখি মোনাজাতে,

তবে তুই জোড়া হাতে থাকিস পাখি মোনাজাতে।

তোর দোয়া খান করতে কবুল ঐই আরশের উপর।

তোর জায়নামাজের পাটি তে পাবিরে পাখি

আমার মরার খবর।

তোর জায়নামাজের পাটি তে পাবিরে পাখি

আমার মরার খবর।

***ধন্যবাদ **

surjo의 다른 작품

모두 보기logo

추천 내용