menu-iconlogo
huatong
huatong
avatar

Chokh duto tana tana

surjohuatong
SurjoDas_star936huatong
가사
기록
n Bengali :

চোখ দুটো টানা টানা ঠোঁট দুটো লাল,

লজ্জায় রাঙ্গা হয়ে থাকে তার গাল (x2)

কখনো সাজে না, কাজলও পরে না,

কখনো সাজে না কাজলও পরে না,

তবু রূপেরই বাহার।

চোখ দুটো টানা টানা ঠোঁট দুটো লাল,

লজ্জায় রাঙ্গা হয়ে থাকে তার গাল।

শাড়ীর আঁচল জড়িয়ে গায়ে

নপুর ছাড়া দুটি পায়ে

পথ চলে সে ধীরে ধীরে

দেখে না আমায় ফিরে (x2)

কখনো সাজে না, আলতাও পরে না,

কখনো সাজে না আলতাও পরে না

তবু রূপেরই বাহার

চোখ দুটো টানা টানা ঠোঁট দুটো লাল,

লজ্জায় রাঙ্গা হয়ে থাকে তার গাল।

ফুলের মতোই দেখতে যে সে

মুক্তো ঝরে উঠলে হেসে

দেখে তারে এলো চুলে

গেছি যে সবই ভুলে (x2)

কখনো সাজে না, চুলটা বাঁধে না

কখনো সাজে না চুলটা বাঁধে না

তবু রূপেরই বাহার

চোখ দুটো টানা টানা ঠোঁট দুটো লাল,

লজ্জায় রাঙ্গা হয়ে থাকে তার গাল।

কেমন করে বলবো তাকে

ভালোবাসি আমি তাকে

দেয়না সাড়া ডাকলে তাকে

বোঝাবো কেমন করে (x2)

কথা সে বলে না, ভুলেও হাসে না

কথা সে বলে না ভুলেও হাসে না

তবু রূপেরই বাহার।

চোখ দুটো টানা টানা ঠোঁট দুটো লাল,

লজ্জায় রাঙ্গা হয়ে থাকে তার গাল (x2)

কখনো সাজে না, কাজলও পরে না,

কখনো সাজে না কাজলও পরে না,

তবু রূপেরই বাহার।

চোখ দুটো টানা টানা ঠোঁট দুটো লাল,

লজ্জায় রাঙ্গা হয়ে থাকে তার গাল।

surjo의 다른 작품

모두 보기logo

추천 내용