menu-iconlogo
logo

shedin Chilo ki Godhuli logon

logo
avatar
Susmitalogo
✨📀⃝💫SUSMITA💫⃝📀✨logo
앱에서 노래 부르기
가사
সেদিন ছিল কি গোধূলি-লগন শুভদৃষ্টির ক্ষণ,

চেয়েছিল মোর নয়নের পানে যেদিন তব নয়ন?

সেদিন বকুল শাখে কি গো আঙিনাতে,

ডেকে উঠেছিল কুহু-কেকা একসাথে?

অধীর নেশায় দুলে উঠেছিল মনের মহুয়া বন?

হে প্রিয়, সেদিন আকাশ হতে কি তারা পড়েছিল ঝরে,

যদিন প্রথম ডেকেছিলে তুমি মোর ডাকনাম ধরে?

(প্রিয়) যেদিন প্রথম ছুঁয়েছিলে ভালোবেসে,

আকাশে কি বাঁকা চাদ উঠেছিল হেসে?

শঙ্খ সেদিন বাজায়েছিল কি পাষাণের নারায়ণ?