menu-iconlogo
huatong
huatong
avatar

Loke Biye Naki Delhi Ka laddu

Sweet Chanduhuatong
❤️꧁𓊈𒆜🆂🅾🅼🆈🅰𒆜𓊉꧂.❤️huatong
가사
기록
Loke Bole Biye Naki Lyrics

লোকে বলে নাকি বিয়ে দিল্লি কা লাড্ডু বুঝেছো

তবু মনটা বলে চেঁখে দেখ না রে একটু

যে খাবে সে পস্তাবে না খেলে হার কচ্লাবে

মরলে আমি মরবো খেয়ে দেয়ে

বিয়ে পাগল ছেলের যে চাই পাগলিনী মেয়ে

বিয়ে পাগল ছেলের যে চাই পাগলিনী মেয়ে

লোকে বলে নাকি বিয়ে দিল্লি কা লাড্ডু

রসগোল্লার রসিক আমি চলবে রসিক বুদ্ধু

নেই রস টস স্ট্খটে মদমাতার ঝগড়াটে

মরতে যাবো কেন তোকে চেয়ে

তোর পিড়িতে পাগলী হবো নই আমি সেই মেয়ে

তোর পিড়িতে পাগলী হবো নই আমি সেই মেয়ে

ঘোমটা টেনে ঘেমটা নেচে আর দেখাস না লাজের বালাই

হারিয়া গিলে বিউটি দিলে কেউ চাইবে না তোকে জামাই

ওরে ঘোমটা টেনে ঘেমটা নেচে আর দেখাস না লাজের বালাই

হারিয়া গিলে বিউটি দিলে কেউ চাইবে না তোকে জামাই

ওরে মন্দ লোকে দোষ দেবে মিথ্যা তোকে ফসলাবে

বর পাবি না ভালো আমার চেয়ে

বিয়ে পাগল ছেলের যে চাই পাগলিনী মেয়ে বুঝলে

তোর গলাতে দেবো মালা নই আমি সেই মেয়ে

চরের কিছু ছোটা ছেড়ে কেন ঘুরিস যে আমার পিছে

মনটা চুরি করবো যে তোর আর থাকবো না সাধু সেজে

যা যা চরের কিছু ছোটা ছেড়ে কেন ঘুরিস যে আমার পিছে

আমি মনটা চুরি করবো যে তোর আর থাকবো না সাধু সেজে

তোর সাথে আর কাটাতে চাই না কপাল ফাটাতে

মরতে হবে করলে তোকে বিয়ে

তোর গলাতে দেবো মালা নই আমি সেই মেয়ে.

ওরে বিয়ে পাগল ছেলের যে চাই তোর মতো এক মেয়ে

লোকে বলে নাকি বিয়ে দিল্লি কা লাড্ডু

আমায় বিয়ে করে তুমি দেখো না গো একটু

নেই রস টস স্ট্খটে মদমাতার ঝগড়াটে

মরতে যাবো কেন তোকে চেয়ে

চলো তুমিও পাগল বিয়ে করি গিয়ে .

তোর গলাতে দেবো মালা নই আমি সেই মেয়ে

দেখো তোমার আমার দেখা হবে ছাদনাতলায় গিয়ে

আর তোর গলাতে দেবো মালা নই আমি সেই মেয়ে

আমার বিয়ে পাগল আমার যে চাই তোমার মতো মেয়ে

যা যা তোর গলাতে দেবো মালা নই আমি সেই মেয়ে

Read more at: https://azbengalilyrics.blogspot.com/2021/07/loke-bole-biye-naki-lyrics-abhimanyu.html?m=1

Copyright

Sweet Chandu의 다른 작품

모두 보기logo

추천 내용