menu-iconlogo
huatong
huatong
avatar

এমনতো প্রেম হয় Emon o to Prem Hoy

Syed Abdul Hadihuatong
rollincorwinhuatong
가사
기록
M এমনতো প্রেম হয়

ও ও ও চোখের জলে কথা কয়

এমনতো প্রেম হয়

ও ও ও চোখের জলে কথা কয়

নিজে নিজে জ্বলে পুড়ে

ও ও ও পাষাণে বাঁধে যে হৃদয়

F এমনতো প্রেম হয়

ও ও ও চোখের জলে কথা কয়

F ও ও ও ফুল ফোটে ঝরে যায় এইত রীতি

ও ও ও তবু কেন চিরদিন প্রেম পিরিতি

শত ব্যথা সয়ে সয়ে

ও ও ও ধূপশিখা হয়ে জেগে রয়

এমনতো প্রেম হয়

ও ও ও চোখের জলে কথা কয়

M ও ও ও যা কিছু আমার ছিল দিয়েছি তারে

ও ও ও ভালোবাসা চিরদিন এমনি করে

শত জ্বালা বুকে নিয়ে

ও ও ও কেঁদে কেঁদে স্মৃতি হয়ে রয়

এমনতো প্রেম হয়

ও ও ও চোখের জলে কথা কয়

F এমনতো প্রেম হয়

ও ও ও চোখের জলে কথা কয়

নিজে নিজে জ্বলে পুড়ে

ও ও ও পাষাণে বাঁধে যে হৃদয়

M এমনতো প্রেম হয়

ও ও ও চোখের জলে কথা কয়

ধন্যবাদ

পাশেই থাকবেন

Syed Abdul Hadi의 다른 작품

모두 보기logo

추천 내용

এমনতো প্রেম হয় Emon o to Prem Hoy - Syed Abdul Hadi - 가사 & 커버