menu-iconlogo
logo

E Poth Se Poth-Badal♫RBF | Tajreen Gahar

logo
가사
এ পথ সে পথ

যে পথে লিখা ছিলো তোমার আমার ঠিকানা

হঠাৎ বৃষ্টি মুছে দিলো শ্রাবনে ভালোবাসার সীমানা

এ পথ সে পথ যে পথে লিখা ছিলো তোমার আমার ঠিকানা

হঠাৎ বৃষ্টি মুছে দিলো শ্রাবনে ভালোবাসার সীমানা

ওঁম~~লা লা লা~~~ওঁম~

Track by Badal-RBF

বাতাসে ওড়ে শাড়ীর সুতো চোখে তারা জোছনায়

নামলে বৃষ্টি হতে তুমি জোনাকী লুকাতে আমার বিছানায়

বাতাসে ওড়ে শাড়ীর সুতো চোখে তারা জোছনায়

নামলে বৃষ্টি হতে তুমি জোনাকী লুকাতে আমার বিছানায়

এ পথ সে পথ যে পথে লিখা ছিলো তোমার আমার ঠিকানা।

Track by Badal-RBF

জানালার ফাঁকে দু'হাত বাড়ালে

করতে কতো বাহানা

কপালের লাল টিপ পরাতে প্রতিদিন

সুখ ছিল কষ্টে কেনা

জানালার ফাঁকে দু'হাত বাড়ালে

করতে কতো বাহানা

কপালের লাল টিপ পরাতে প্রতিদিন

সুখ ছিল কষ্টে কেনা

এ পথ সে পথ যে পথে লিখা ছিলো তোমার আমার ঠিকানা

হঠাৎ বৃষ্টি মুছে দিলো শ্রাবনে ভালোবাসার সীমানা

এ পথ সে পথ যে পথে লিখা ছিলো তোমার আমার ঠিকানা

হঠাৎ বৃষ্টি মুছে দিলো শ্রাবনে ভালোবাসার সীমানা

ওঁম~~~~

Track by Badal-RBF