menu-iconlogo
huatong
huatong
avatar

Tip Tip Bristy

Taposhhuatong
❣♕︎𝙎𝙬𝙚𝙚𝙩_𝙁𝙤𝙮𝙨𝙖𝙡♕︎❣huatong
가사
기록
টিপ টিপ বৃষ্টি ঝরছে অঝরে

আজ সারাদিন ধরে

বিশন্য ভাবনায় কাটেনা সময়

আসবে সে কেমন করে

টিপ টিপ বৃষ্টি ঝরছে অঝরে

আজ সারাদিন ধরে

বিশন্য ভাবনায় কাটেনা সময়

আসবে সে কেমন করে

টিপ টিপ বৃষ্টি ঝরছে অঝরে

আজ সারাদিন ধরে

আরো নতুন নতুন গান পেতে হলে

একা একা সারাক্ষণ পথ্য চেয়ে থাকি

কল্পনাতে শুধু তারী ছবি আঁকি

ও,একা একা সারাক্ষণ পথ্য চেয়ে থাকি

কল্পনাতে শুধু তারী ছবি আঁকি

বসার কাব্য লাগে না যে ভালো

বসার কাব্য লাগে না যে ভালো

তাকে শুধু মনে পরে..

টিপ টিপ বৃষ্টি ঝরছে অঝরে

নতুন নতুন গান পেতে থাকুন

আর আমার সাথেই থাকুন

অনুভবে হৃদয়ে ভাসে তার ছৃতি

নিরাসার মাঝে তবু মালা গাথি

ও,অনুভবে হৃদয়ে ভাসে তার ছৃতি

নিরাসার মাঝে তবু মালা গাথি

বেধনার অশ্রু ঝরবে এ চোঁখে

বেধনার অশ্রু ঝরবে এ চোঁখে

সেকি তবে আসবে না রে

টিপ টিপ বৃষ্টি ঝরছে অঝরে

আজ সারাদিন ধরে

বিশন্য ভাবনায় কাটেনা সময়

আসবে সে কেমন করে

টিপ টিপ বৃষ্টি ঝরছে অঝরে

আজ সারাদিন ধরে

বিশন্য ভাবনায় কাটেনা সময়

আসবে সে কেমন করে

টিপ টিপ বৃষ্টি ঝরছে অঝরে

আজ সারাদিন ধরে

=== ধন্যবাদ ===

Taposh의 다른 작품

모두 보기logo

추천 내용