menu-iconlogo
huatong
huatong
avatar

Desh Giyeche Bheshe

Tasrif Khan/Tanbhir Siddikihuatong
sooperman215huatong
가사
기록
দেশ গিয়েছে ভেসে, আমার দেশ গিয়েছে ভেসে

শুনে সবাই এক দৌঁড়ে নদীর পাড়ে এসে

ডুকরে কাঁদে, রাত্রি জাগে Facebook-এ তে শেষে

দিচ্ছে status ইচ্ছে মতো, দেশটা গেছে ভেসে

দেশ গিয়েছে ভেসে, আমার দেশ গিয়েছে ভেসে

শুনে সবাই দেশটা খোঁজে নদীর পাড়ে এসে

দেশ গিয়েছে ভেসে, আমার দেশ গিয়েছে ভেসে

শুনে সবাই দেশটা খোঁজে Facebook-এ তে শেষে

ধনী-গরীব নির্বিশেষে দুঃখ ভরা মনে

দিচ্ছে share status-গুলো, দেশ গেছে কোনখানে

কেউ একজন ভীষণ রেগে বলেই দিলো শেষে

দেশ না পেলে live-এ যাবো Facebook-এ তে এসে

হঠাৎ শুনি কয়টা বোকা ছেলে-মেয়ে মিলে

পথে নেমে কাজে লেগে গেছে দেশটা গড়বে বলে

ওরা নাকি পথে থেকেই পথের ধূলো ধুয়ে

মাথার ঘামে দেশ ভিজিয়ে পথেই রবে শুয়ে

এই না শুনে সুশীল সমাজ haha react দিয়ে

Block মেরে দেয় এদের profile, ঘুমায় শান্তি নিয়ে

দেশ গিয়েছে ভেসে, আমার দেশ গিয়েছে ভেসে

শুনে সবাই দেশটা খোঁজে নদীর পাড়ে এসে

দেশ গিয়েছে ভেসে, আমার দেশ গিয়েছে ভেসে

শুনে সবাই দেশটা খোঁজে Facebook-এ তে শেষে

এসব যত বোকার হদ্দ jam করে রাখে পথ

এদের কোনো কাজ নাই বুঝি, Facebook-এ নাই মত

এরা শুধুই গন্ডগোলের করছে শুরু যত

ঐ ৭১-এর লাল সবুজের মুক্তিসেনার মতো

খবর আসে বোকা ছেলে-মেয়েগুলো রাজপথে রয়ে যাবে

ঠিক যতদিন ধর্ষণ আর অন্যায়কারী রবে

অন্যায়গুলো ধুয়ে মুছে দিয়ে সত্য-ন্যায়ের পথে

বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবেই একসাথে

এই না শুনে সুশীল সমাজ haha react দিয়ে

Block মেরে দেয় এদের profile, ঘুমায় শান্তি নিয়ে

দেশ গিয়েছে ভেসে, আমার দেশ গিয়েছে ভেসে

শুনে সবাই দেশটা খোঁজে নদীর পাড়ে এসে

দেশ গিয়েছে ভেসে, আমার দেশ গিয়েছে ভেসে

শুনে সবাই দেশটা খোঁজে Facebook-এ তে শেষে

দেশ গিয়েছে ভেসে, আমার দেশ গিয়েছে ভেসে

শুনে সবাই দেশটা খোঁজে নদীর পাড়ে এসে

দেশ গিয়েছে ভেসে, আমার দেশ গিয়েছে ভেসে

শুনে সবাই দেশটা খোঁজে Facebook-এ তে শেষে

Tasrif Khan/Tanbhir Siddiki의 다른 작품

모두 보기logo

추천 내용