menu-iconlogo
huatong
huatong
tathagata-ami-ektu-amar-songe-dekha-korte-chai-creator---tathagata-cover-image

AMI EKTU AMAR SONGE DEKHA KORTE CHAI :: CREATOR - TATHAGATA

Tathagatahuatong
62098368046huatong
가사
기록
আমি একটু আমার সঙ্গে দেখা করতে চাই

আমি একটু আমার সঙ্গে দেখা করতে চাই

আলোয় কালই মন্দ ভালোই একলা হতে চাই

CREATOR : TATHAGATA DEBNATH

প্রথম ভোরের ঘুম চোখেতেই আমার আমি কে ডাকলাম

পাবো কি পাবনা সারা আমি তার ভাবনায় ডুবে থাকলাম

ঘুম ঘুম সেই ভোরে আমাকে অবাক করে

এ ঘুম ঘুম সেই ভোরে আমাকে অবাক করে

সিস দিয়ে ওঠে যেই পাখিটা জেগে ওঠে আর সব্বাই

আমি একটু আমার সঙ্গে দেখা করতে চাই

আমি একটু আমার সঙ্গে দেখা করতে চাই

CREATOR : TATHAGATA DEBNATH

ধু ধু করা ওই দুপুরে আমায় কথা ছিল আমি বললাম

বললো সে কিছু মনে করোনা সময় তো নেই চললাম

ধু ধু করা ওই দুপুরে আমায় কথা ছিল আমি বললাম

বললো সে কিছু মনে করোনা সময় তো নেই চললাম

পৃথিবী ঘুমায় চাঁদ ডোবে যেই আপন মনে তে হাঁসলাম

কতটুকু পেলাম আমি জীবনে হাজার প্রশ্নে ভাসলাম

নির্জন সেই রাতে আমার অপেক্ষাতে

নির্জন সেই রাতে আমার অপেক্ষাতে

আনমনা দেখে স্বপ্ন আমার তাই ফিরে আসি একলাই

আমি একটু আমার সঙ্গে দেখা করতে চাই

আলোয় কালই মন্দ ভালোই একলা হতে চাই

আমি একটু আমার সঙ্গে দেখা করতে চাই

Tathagata의 다른 작품

모두 보기logo

추천 내용