আমি একটু আমার সঙ্গে দেখা করতে চাই
আমি একটু আমার সঙ্গে দেখা করতে চাই
আলোয় কালই মন্দ ভালোই একলা হতে চাই
CREATOR : TATHAGATA DEBNATH
প্রথম ভোরের ঘুম চোখেতেই আমার আমি কে ডাকলাম
পাবো কি পাবনা সারা আমি তার ভাবনায় ডুবে থাকলাম
ঘুম ঘুম সেই ভোরে আমাকে অবাক করে
এ ঘুম ঘুম সেই ভোরে আমাকে অবাক করে
সিস দিয়ে ওঠে যেই পাখিটা জেগে ওঠে আর সব্বাই
আমি একটু আমার সঙ্গে দেখা করতে চাই
আমি একটু আমার সঙ্গে দেখা করতে চাই
CREATOR : TATHAGATA DEBNATH
ধু ধু করা ওই দুপুরে আমায় কথা ছিল আমি বললাম
বললো সে কিছু মনে করোনা সময় তো নেই চললাম
ধু ধু করা ওই দুপুরে আমায় কথা ছিল আমি বললাম
বললো সে কিছু মনে করোনা সময় তো নেই চললাম
পৃথিবী ঘুমায় চাঁদ ডোবে যেই আপন মনে তে হাঁসলাম
কতটুকু পেলাম আমি জীবনে হাজার প্রশ্নে ভাসলাম
নির্জন সেই রাতে আমার অপেক্ষাতে
নির্জন সেই রাতে আমার অপেক্ষাতে
আনমনা দেখে স্বপ্ন আমার তাই ফিরে আসি একলাই
আমি একটু আমার সঙ্গে দেখা করতে চাই
আলোয় কালই মন্দ ভালোই একলা হতে চাই
আমি একটু আমার সঙ্গে দেখা করতে চাই