menu-iconlogo
huatong
huatong
avatar

Bonomali Tumi

Tina Ghoshalhuatong
pkeepkeehuatong
가사
기록
তুমি আমারই মতন জ্বলিও, জ্বলিও

বিরহ-কুসুমহার গলেতে বান্ধিয়ো

তুমি আমারই মতন জ্বলিও, জ্বলিও

বিরহ-কুসুমহার গলেতে বান্ধিয়ো

তুমি যাইয়ো যমুনার ঘাটে

তুমি যাইয়ো যমুনার ঘাটে

না মানি ননদীর বাধা

বনমালী, তুমি পরজনমে হইয়ো রাধা

বনমালী, তুমি পরজনমে হইয়ো রাধা

আমি কী? আমি কে? আমি নারী, আমি মেয়ে

আমি বেশ্যা, আমি মা, আমার কদর মেলে না

আমায় ছুঁলে কলঙ্কিনী, আমি পুড়লে সতী রানী

আমায় মূর্তি করে পোজে, রাতে মোটা টাকায় বেচে

আমি মাসিকে অশুচি, আমার রক্ত সবচেয়ে শুচি

আমায় বাঁচানোর তাগিদ, আমি বাড়লে করবে ঢিট

মালটার হেব্বি কেৎ

রাতের বেলায় ফেটে ছোট skirt পরে night club-এ ঘুরে

ওকে দিতে হবে রোজ মুখে এসিড মেরে, ধর্ষণ করে

What the fuck!

চল, হাট!

আমার স্বাধীনতায় মানা, আমি ভোগের বস্তু না

তথাস্তু স্বাধীনভাবে চলতে গেলে ঘরে দেবে হানা

আমায় পরতে হবে সিন্দুর-বোরখা, দিতে হবে টিপ

আমি বাঁজা মাগী হলে আমায় সমাজ করবে hit

আমার কষ্ট হলে "সহ্য করো, এটাই destination"

আমি মরলে মিডিয়ার গরম খবর, আমার celebration

(আমার celebration, আমার celebration)

আমি জন্মালে রুদালি, দেশের নাম মহাকালী

হায় রে নারী, হায় রে মেয়ে, চারণ বলে বদলে দে

সমাজ দেবে তোকে গালি, আর তুই দিবি হাতে তালি

(দিবি হাতে তালি, দিবি হাতে তালি)

তুমি আমারই মতন মরিও, মরিও

শ্যাম-কলঙ্কের হার গলেতে পরিও

তুমি আমারই মতন মরিও, মরিও

শ্যাম-কলঙ্কের হার গলেতে পরিও

তুমি পুড়িও তখন আমারই মতন

তুমি পুড়িও তখন আমারই মতন

বুকে লইয়া দুঃখের চিতা

বনমালী, তুমি পরজনমে হইয়ো রাধা

বনমালী, তুমি পরজনমে হইয়ো রাধা

বনমালী, তুমি পরজনমে হইয়ো রাধা

বনমালী, তুমি পরজনমে হইয়ো রাধা

Tina Ghoshal의 다른 작품

모두 보기logo

추천 내용