menu-iconlogo
huatong
huatong
avatar

O Tuni Tui Kothay

Tipuhuatong
꧁𓊈𒆜🇧🇩𝐄𝐌𝐎𝐍_𝐑𝐁.🇧🇩𒆜𓊉꧂huatong
가사
기록
ছেঃ?ও টুনি তুই কোথায় গেলি জলদি কাছে আয়

পাক কইরাদে গরম গরম খিদায় পরান যায়

ও টুনি তুই কোথায় গেলি জলদি কাছে আয়

পাক কইরাদে গরম গরম খিদায় পরান যায়

আলু ভর্তা কইরা দে গরম ডাইলের সাথে

পেট ভরিয়া খাইয়া গরান দিমু বিছানায়

মেঃ?ও টোনা গো অসময়ে কি বলিতে চাও

রান্তে আমি পারবোনা হোটেলে গিয়া খাও

এখন দেখবো সিনেমা টিবির ডিশ লাইনে

যখন তখন হুকুম করো কোন আইনে।

ছেঃ?জানলে আগে এমন মাইয়া করতাম না বিয়া

সর্বনাশ কইরাছি পায়ে কুরাল মারিয়া।

জানলে আগে এমন মাইয়া করতাম না বিয়া

সর্বনাশ কইরাছি পায়ে কুরাল মারিয়া

সুখে কত আদরে রাখি ভাত কাপড়ে

আমার সাথে টেক্কা মারে আমারি ঘরে

মেঃ?ও টোনারে এমন কইরা দিলারে খোটা

কাটা ঘায়ে দিলা তুমি নুনেরি ছিটা।

ও টোনারে এমন কইরা দিলারে খোটা

কাটা ঘায়ে দিলা তুমি নুনেরি ছিটা

কয়টা দিছো শাড়ি দামি গয়না চুরি

উল্টা পাঠাও আনতে টাকা বাপেরি বাড়ি

ছেঃ?বিয়ার আগে কথা ছিল দিবারে যৌতুক

এখন আমার সাখে করো মশকারা কৌতুক।

বিয়ার আগে কথা ছিল দিবারে যৌতুক

এখন আমার সাখে করো মশকারা কৌতুক

তোমার গুষ্টি ভালোনা কোন কিছু দিলানা

মুলাটা জুলাইয়া আমায় করছে ছলনা

মেঃ?কেমন পুরুষ মানুষ তুমি যৌতুক পেতে চাও

তেমায় ভালো বাসবোনা গো যাওরে চলে যাও।

যা হইছে ঝগড়া জাটি চলো ভুইলা জাই

দুজন মিলে গরম গরম রান্না কইরা খাই

ওগো তুমি যে আমার

ছেঃ?আমি শুধু যে তোমার

মেঃ?+ছেঃ?সুখে দুঃখে একি সাথে

করবো যে সংসার

Tipu의 다른 작품

모두 보기logo

추천 내용