menu-iconlogo
logo

Response

logo
가사
ভাললাগে হাঁটতে তোর হাত ধরে

ভাবনা তোর আসছে দিন রাত ধরে

এলোমেলো মনটাকে কি করে আর রাখে

কেন আমি এত করে তোকে চাই

পারবোনা.. আমি ছাড়তে তোকে

পারবোনা.. আমি ভুলতে তোকে

পারবোনা.. ছেড়ে বাঁচতে তোকে

হোয়ে জা না রাজি একবার

ভাললাগে চাইলে তুই আড় চোখে

চাইছি তোর অই দুচোখ আর তোকে

এলোমেলো দিশ করে, সারাটা দুপুর ধরে

বসে বসে বুনে চলি কল্পনায়

পারবোনা.. আমি ছাড়তে তোকে

পারবোনা.. আমি ভুলতে তোকে

পারবোনা.. ছেড়ে বাঁচতে তোকে

হোয়ে জা না রাজি একবার

দেখা দিয়ে তুই যদি চলে যাস

কি কারনে বল এত কিছু চাস

আমিও কি, চেয়ে বসি, তোর কাছে

সাদাসিধে মন করে কি এখন

কি কারনে বল এত উচাটন

আমিও কি পেয়ে বসি তোর কাছে

কথা.. ছিলো, কথা রাখার, আমায় ডাকার

পারবোনা.. আমি ছাড়তে তোকে

পারবোনা.. আমি ভুলতে তোকে

পারবোনা.. ছেড়ে বাঁচতে তোকে

হোয়ে জা না রাজি একবার

Response - TR - 가사 & 커버