menu-iconlogo
huatong
huatong
avatar

Nila (miles live concert)

TUHIN-audio/Trackhuatong
✿્᭄͜͡𝐓𝐮𝐡𝐢𝐧༇⃟🖤𝒜𝓉𝓉𝒾𝒸.huatong
가사
기록
শিরোনাম-নীলা

ব্যান্ড-Miles

তোমার চোখে

চেয়ে দেখি আমি জীবনটাকে

ভালোবাসার স্মৃতিগুলো

তোমাকে শুধু চায়

কিছু কথা

কিছু আশা নিয়ে জীবনটাতে

অনাবিল সব সুখের ছোঁয়ায়

তোমাকে কাছে চাই

ওই সুদূর নীলিমায়

মন হারিয়ে যেতে চায়

যেথায় সময় থেমে রয়

তোমারই আশায়

নীলা, তুমি কি চাও না

হারাতে ওই নীলিমায়

যেখানে দু'টি মন এক হয়ে ছবির মতো জেগে রয়

নীলা, তুমি কি জানো না আমার হৃদয়ের ঠিকানা

যেখানে তোমার আমার প্রেম মিলে মিশে এক হয়

ফুলের মতো

সৌরভে ভরিয়ে দিয়ে

তোমায় আমি ভালোবেসে

আরও কাছে পেতে চাই

দুরন্ত প্রেম

ঝর্ণাধারারই মতো

ছুটে চলে অবিরত

তোমার ঠিকানায়

ওই সুদূর নীলিমায়

মন হারিয়ে যেতে চায়

যেথায় সময় থেমে রয়

তোমারই আশায়

নীলা, তুমি কি চাও না

হারাতে ওই নীলিমায়

যেখানে দু'টি মন এক হয়ে ছবির মতো জেগে রয়

নীলা, তুমি কি জানো না আমার হৃদয়ের ঠিকানা

যেখানে তোমার আমার প্রেম মিলে মিশে এক হয়

Music••••••

ওই সুদূর নীলিমায়

মন হারিয়ে যেতে চায়

যেথায় সময় থেমে রয়

তোমারই আশায়

নীলা, তুমি কি চাও না

হারাতে ওই নীলিমায়

যেখানে দু'টি মন এক হয়ে ছবির মতো জেগে রয়

নীলা, তুমি কি জানো না আমার হৃদয়ের ঠিকানা

যেখানে তোমার আমার প্রেম মিলে মিশে এক হয়

নীলা, তুমি কি চাও না

হারাতে ওই নীলিমায়

যেখানে দু'টি মন এক হয়ে ছবির মতো জেগে রয়

নীলা, তুমি কি জানো না আমার হৃদয়ের ঠিকানা

যেখানে তোমার আমার প্রেম...

THANKS

[TUHIN]

TUHIN-audio/Track의 다른 작품

모두 보기logo

추천 내용