menu-iconlogo
huatong
huatong
upload-by-emon-aj-kono-odhikar-nei-amar-cover-image

Aj kono odhikar nei amar

Upload by Emonhuatong
𝕖𝓂𝑜𝐧𝓐h๓𝐞đhuatong
가사
기록
আজ কোন অধিকার নেই আমার

আজ কোন দাবি নেই!

আর কোন কথা নেই

তোমাকে বলার!

আজ কোন অধিকার নেই আমার

আর কোন দাবি নেই!

আর কোন কথা নেই

তোমাকে বলার!

আজ কোন ভাষা নেই

আশা নেই-

তোমাকে চাওয়ার।

আর কোন ভাষা নেই

তোমাকে চাওয়ার।

বহু যতনে লালন করা স্বপ্নগুলো

আশায় আশায় দিনগুলো

দূরে চলে যায়!

আজ কোন আশা নেই

তোমাকে পাওয়ার!

আজ কোন আশা নেই

ভাষা নেই-

তোমাকে চাওয়ার।

ভালবাসার সাথে আপোষ করে

বেঁধেছিলে কেন বুকে

মিথ্যে তাসের ঘর!

আর কোন অধিকার নেই আমার

আর কোন দাবি নেই!

আর কোন ভাষা নেই

আশা নেই-

তোমাকে চাওয়ার।

আজ কোন অধিকার নেই আমার

আর কোন দাবি নেই!

আজ কোন কথা নেই

তোমাকে বলার!

আজ কোন অধিকার নেই আমার

আর কোন দাবি নেই!

আর কোন কথা নেই

তোমাকে বলার!

আর কোন ভাষা নেই

তোমাকে চাওয়ার।

আজ কোন ভাষা নেই

আশা নেই-

তোমাকে চাওয়ার।

Upload by Emon의 다른 작품

모두 보기logo

추천 내용