মায়ের একধার দুধের দাম
কাটিয়া গায়ের চাম
একধার দুধের দাম..
মায়ের একধার দুধের দাম,
কাটিয়া গায়ের চাম
পাপোষ বানাইলেও ঋণের শোধ হবে না
এমন দরদি ভবে,কেউ হবে না আমার মা....
এমন দরদি ভবে,কেউ হবে না আমার মাগো
<==আপলোড বাই ফরহাদ==>
Wait=============
পিতা আনন্দে মাতিয়া
সাগরে ভাসাইয়া
সেই যে চইলা গেলো
ফিরা আইলো না
====×××====
পিতা আনন্দে মাতিয়া
সাগরে ভাসাইয়া
সেই যে চইলা গেলো
ফিরা আইলো না
মায়ে ধরিয়া জঠরে,
কত কষ্ট করে..
==F-M-T==
ধরিয়া জঠরে এ এ,...
মায়ে ধরিয়া জঠরে,কত কষ্ট করে
দশ মাস দশদিন পরে গেলো বেদনা,
এমন দরদি ভবে,কেউ হবে না আমার মা....
এমন দরদি ভবে,কেউ হবে না আমার মাআগো
<==আপলোড বাই ফরহাদ==>
Wait=============
ওরে প্রসবের কি ব্যাথা
মা জানে সেই কথা,
মরিয়াও যেনো মায়ের মরন হইলো না,
====×××=====
ওরে প্রসবের কি ব্যাথা
মা জানে সেই কথা,
মরিয়াও যেনো মায়ের মরন হইলো না,
মায়ে ঠেকিয়া সন্তানের দায়,
অকালে মা প্রান হারায়..
==F-M-T==
মায়ে ঠেকিয়া সন্তানের দায়...
মায়ে ঠেকিয়া সন্তানের দায়
অকালে মা প্রান হারায়
কেনো সেই মায়ের ভক্তি রাখোনা
এমন দরদি ভবে,কেউ হবে না আমার মা...
এমন দরদি ভবে,কেউ হবে না আমার মাআগো
মায়ের একধার দুধের দাম
কাটিয়া গায়ের চাম
একধার দুধের দাম....
মায়ের একধার দুধের দাম,
কাটিয়া গায়ের চাম
পাপোষ বানাইলেও ঋণের শোধ হবে না
এমন দরদি ভবে,কেউ হবে না আমার মা....
এমন দরদি ভবে,কেউ হবে না আমার মাআগো
এমন দরদি ভবে,কেউ হবে না আমার মা....
এমন দরদি ভবে,কেউ হবে না আমার মাআগো
এমন দরদি ভবে,কেউ হবে না আমার মা....
এমন দরদি ভবে,কেউ হবে না আমার মাআগো
====ধন্যবাদ====