menu-iconlogo
huatong
huatong
avatar

AMAR SWAPAN KINTE PARE JATILESWAR MUKHOPADHYAYA

UTTHAN GHATAK/Jatileswar Mukhopadhyayhuatong
shannaiaghuatong
가사
기록

আমার স্বপন কিনতে পারে এমন আমির কই?

আমার জল ছবিতে রঙ মেলাবে এমন আবির কই?

আমার স্বপন কিনতে পারে এমন আমির কই?

আমার জল ছবিতে রঙ মেলাবে এমন আবির কই?

MUSIC TRACK BY UTTHAN GHATAK PLS LIKE

আমি দুখের সিংহাস্নে বসে সুখের বিচার করি

আমি ভাবের ঘরে অভাবটুকু আখর দিয়ে ভরি

আমি দুখের সিংহাস্নে বসে সুখের বিচার করি

আমি ভাবের ঘরে অভাবটুকু আখর দিয়ে ভরি

আমার পরম বন্ধু হবে এমন অধির কই?

আমার জল ছবিতে রঙ মেলাবে এমন আবির কই?

আমার স্বপন কিনতে পারে এমন আমির কই?

আমার জল ছবিতে রঙ মেলাবে এমন আবির কই?

MUSIC TRACK BY UTTHAN GHATAK

অসীম ধনে ধনী..দরিদ্র কে বলে আমায়

জাগরনে ঘুমিয়ে আছি বিনিদ্র কে বলে আমায়

আমি অসীম ধনে ধনী..দরিদ্র কে বলে আমায়

জাগরনে ঘুমিয়ে আছি বিনিদ্র কে বলে আমায়

আমি পথের দিশা ভূলে গিয়ে পথেই ফিরে আসি

আমি ভালোবাসার যন্ত্রণাকে আধীক ভালোবাসি

আমি পথের দিশা ভূলে গিয়ে পথেই ফিরে আসি

আমি ভালোবাসার যন্ত্রণাকে আধীক ভালোবাসি

আমায় ধারে বেঁধে রাখে এমন সে নীড় কৈ...

আমার জল ছবিতে রঙ মেলাবে এমন আবির কই?

আমার স্বপন কিনতে পারে এমন আমির কই?

আমার জল ছবিতে রঙ মেলাবে এমন আবির কই?

UTTHAN GHATAK/Jatileswar Mukhopadhyay의 다른 작품

모두 보기logo

추천 내용