menu-iconlogo
huatong
huatong
vikingskaniz-shuborna-bhalobashi-jare-cover-image

Bhalobashi Jare

Vikings/Kaniz Shubornahuatong
TrY_to_SinG_R_2_Nhuatong
가사
기록
Title: Bhalobashi Jare

Artist: Vikings & Kaniz Shuborna

###################

*****

(F) ভালবাসি যারে

তার হতে কি

দুরে যেতে পারি আমি

ভালবাসি যারে

(M) ভালবাসি যারে

সারাটি রাত ধরে

স্বপ্ন আখি জুড়ে

ভালবাসি যারে

(F+M ) ভালবাসি যারে

তার হতে কি

দুরে যেতে পারি আমি

ভালবাসি যারে

আজ ভালবাসার দিনে

জানিয়ে দিলাম তোমায়

পৃথিবীর শ্রেষ্ঠ ভালবাসা আজ

তোমার তরে

ভালবাসি যারে

###########

*****

(F) একটু কষ্ট

ছোট ছোট ব্যথা সয়ে

অগনিত সুখের প্রদীপ জ্বালি আমি

(M) ক্লান্ত পলক

আর কিছু স্বপ্ন একে

বোঝাপড়া শুধু রাতের সাথে আমার

(F+M) অল্প পাওয়া

আর অন্তহীন চাওয়া

ছুটে যাব আজ

ভেঙ্গে বাধা সব

কষ্টহীন অজানায়

আজ ভালবাসার দিনে

জানিয়ে দিলাম তোমায়

পৃথিবীর শ্রেষ্ঠ ভালবাসা আজ

তোমার তরে

ভালবাসি যারে

##########

*****

(M) আলতো ছোয়া

তোমার অধরে আকি

সযতনে রংধনুরি রঙ্গে যত

(F) খুব কাছে

গভীর নিশ্বাসে ডাকবে

বুঝি আমি একা নই তো এখন

দুজন

(F+M) একটু চাওয়া

সীমাহীন পাওয়ায় বেধে

ভেসে যাব আজ

খুঁজে নেব সব

পৃথিবীর সব পূর্ণতায়

আজ ভালবাসার দিনে

জানিয়ে দিলাম তোমায়

পৃথিবীর শ্রেষ্ঠ ভালবাসা আজ

তোমার তরে

(F) ভালবাসি যারে

তার হতে কি

দুরে যেতে পারি আমি

ভালবাসি যারে

(M) ভালবাসি যারে

সারাটি রাত ধরে

স্বপ্ন আখি জুড়ে

ভালবাসি যারে

*****

(F+M) আজ ভালবাসার দিনে

জানিয়ে দিলাম তোমায়

পৃথিবীর শ্রেষ্ঠ ভালবাসা আজ

তোমার তরে

তোমার তরে (back vocal )

ভালবাসার দিনে

জানিয়ে দিলাম তোমায়

পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা আজ

তোমার তরে

*****

হুম ভালবাসি যারে

Vikings/Kaniz Shuborna의 다른 작품

모두 보기logo

추천 내용