menu-iconlogo
huatong
huatong
avatar

কেনো জানি মেঘের আলাপন-OldbeatFM Presents

Winninghuatong
OldbeatFMhuatong
가사
기록
OldbeatFM Presents

কেনো জানি মেঘের আলাপন

Song by Winning

কেনো জানি মেঘের আলাপন আজ সহসা

কেনো জানি ভোরের এ দু'নয়ন এলো বরষা

কেনো জানি শুধু মনে পরে আজ তোমায়

আলো আধারি ঢাকা পথে তুমি কোথায়

কেনো জানি মেঘের আলাপন আজ সহসা

কেনো জানি ভোরের এ দু'নয়ন এলো বরষা

OldbeatFM Presents

মনেরই সীমানায় তুমি বারবার ছুঁয়ে যাও

নিয়ে যাও দুরে কোথাও মন আলোয় ভরে যায়

মিশে যাও চেতনায় কোন দুর ভালোবাসায়

কেনো জানি মেঘের আলাপন আজ সহসা

কেনো জানি ভোরের এ দু'নয়ন এলো বরষা

OldbeatFM Presents

আজ আমি একাকী শুধু বারবার খুঁজে ফিরি

তোমারই সেই স্মৃতি সেই আলোয় ভরা ছবি

কেটে যাবে পরশে মনের কুয়াশা

কেনো জানি মেঘের আলাপন আজ সহসা

কেনো জানি ভোরের এ দু'নয়ন এলো বরষা

কেনো জানি শুধু মনে পরে আজ তোমায়

আলো আধারি ঢাকা পথে তুমি কোথায়

কেনো জানি মেঘের আলাপন আজ সহসা

কেনো জানি ভোরের এ দু'নয়ন এলো বরষা

this track created by OldbeatFM

oldbeatfm@gmail.com

Stage No--27 15 70

Thank You

Winning의 다른 작품

모두 보기logo

추천 내용