menu-iconlogo
huatong
huatong
avatar

R10_Shukhe Thako O Amar Nondini

Zafar Iqbalhuatong
Off_ID_02huatong
가사
기록
কন্ঠঃ জাফর ইকবাল

গীতিকারঃ মনিরুজ্জামান মনির

সুরকারঃ আলাউদ্দিন আলী।

===========.

সুখে থাকো

ও আমার নন্দিনী

হয়ে কারো ঘরণী

জেনে রাখো

প্রাসাদেরও বন্দিনী

প্রেম কভু মরেনি

===========.

চলে গেছ

কিছুতো বলে যাওনি

পিছুতো ফিরে চাওনি

আমিও পিছু ডাকিনি

বাধা হয়ে বাধিনি

আমিও পিছু ডাকিনি

বাধা হয়ে বাধিনি

সুখে থাকো

ও আমার নন্দিনী

হয়ে কারো ঘরণী

জেনে রাখো

প্রাসাদেরও বন্দিনী

প্রেম কভু মরেনি

===========.

ভুলে গেছ

কখনো মনে করনি

দু’ফোঁটা জলও ফেলনি

আমিতো ভূলে থাকিনি

রাখী খুলে রাখিনি

আমিতো ভূলে থাকিনি

রাখী খুলে রাখিনি

সুখে থাকো

ও আমার নন্দিনী

হয়ে কারো ঘরণী

জেনে রাখো

প্রাসাদেরও বন্দিনী

প্রেম কভু মরেনি

Zafar Iqbal의 다른 작품

모두 보기logo

추천 내용