menu-iconlogo
huatong
huatong
avatar

mangal deep jele@

@/mangal deep jelehuatong
🥀🎻shahin🎸🥀smphuatong
Lirik
Rakaman
মঙ্গল-দীপ জ্বেলে

অন্ধকারে দু'চোখ আলোয় ভরো, প্রভু

তবু যারা বিশ্বাস করে না তুমি আছ

তাদের মার্জনা করো, প্রভু

মঙ্গল-দীপ জ্বেলে

অন্ধকারে দু'চোখ আলোয় ভরো, প্রভু

তবু যারা বিশ্বাস করে না তুমি আছ

তাদের মার্জনা করো, প্রভু

আআআআআ...

ওহো হো ওওও...

যে তুমি আলো দিতে

প্রতিদিন সূর্য ওঠাও

ওদের বুঝিয়ে দাও সেই তুমি

পাথরেও ফুল যে ফোটাও

জীবন মরুতে

করুণা ধারায় ঝরো, প্রভু

মঙ্গল-দীপ জ্বেলে

অন্ধকারে দু'চোখ আলোয় ভরো, প্রভু

তবু যারা বিশ্বাস করে না তুমি আছ

তাদের মার্জনা করো, প্রভু

আআআআআ...

ওহো হো ওওও...

বলো তার কী অপরাধ

জন্ম হয়েছে যার পাকে

তোমার ক্ষমা দিয়ে তুমি

ফোটাও পদ্ম করে তাকে

ভুল পথে গেলে

তুমি এসে হাত ধরো, প্রভু

মঙ্গল-দীপ জ্বেলে

অন্ধকারে দু'চোখ আলোয় ভরো, প্রভু

তবু যারা বিশ্বাস করে না তুমি আছ

তাদের মার্জনা করো, প্রভু

মঙ্গল-দীপ জ্বেলে

অন্ধকারে দু'চোখ আলোয় ভরো, প্রভু

তবু যারা বিশ্বাস করে না তুমি আছ

তাদের মার্জনা করো, প্রভু

Lebih Daripada @/mangal deep jele

Lihat semualogo

Anda Mungkin Suka