menu-iconlogo
logo

*দুঃখ দেয়ার মানুষটাও

logo
avatar
অনুরাধা পাডোয়াল/প্রিয় তুমিlogo
≛⃝🕊❤️𝄞🅼🅾🆉🅸🅱🆄🆁☆⃝🅩🅜🅛logo
Nyanyi dalam App
Lirik
দুঃখ দেয়ার মানুষটাও

হারিয়ে গেছে আমার

দুঃখ দেয়ার মানুষটাও

হারিয়ে গেছে আমার

দু'চোখে জমানো অশ্রু আজ

হয়েছে পাথর পাহাড়,

দুঃখ দেয়ার মানুষটাও

হারিয়ে গেছে আমার।

-==চয়েজ বাই রনিশা==-

আমার আকাশ মেঘে ঢাকা

করছে গুরু গুরু,

কেন সহসা কোন বরষা

হয় না তবু শুরু

==============

আমার আকাশ মেঘে ঢাকা

করছে গুরু গুরু,

কেন সহসা কোন বরষা

হয় না তবু শুরু

যে বরষায় আশায় আশায়

কাটবো আমি আবার,

দু'চোখে জমানো অশ্রু আজ

হয়েছে পাথর পাহাড়।

দুঃখ দেয়ার মানুষটাও

হারিয়ে গেছে আমার।

-==আপলোড বাই মজিবুর==-

সব মানুষের দুঃখ-সুখের

থাকে স্মৃতি কত,

নেই তো এমন নিঃস্ব জীবন,

কারো আমার মত

===============

সব মানুষের দুঃখ-সুখের

থাকে স্মৃতি কত,

নেই তো এমন নিঃস্ব জীবন,

কারো আমার মত

বুঝি কোনদিন অন্তবিহীন

কাটবে না এ আঁধার,

দু'চোখে জমানো অশ্রু আজ

হয়েছে পাথর পাহাড়।

দুঃখ দেয়ার মানুষটাও

হারিয়ে গেছে আমার,

দু'চোখে জমানো অশ্রু আজ

হয়েছে পাথর পাহাড়;

দুঃখ দেয়ার মানুষটাও

হারিয়ে গেছে আমার।

====ধন্যবাদ====

*দুঃখ দেয়ার মানুষটাও oleh অনুরাধা পাডোয়াল/প্রিয় তুমি - Lirik dan Liputan