menu-iconlogo
huatong
huatong
avatar

গোধূলি বিদায়

অবসকিউরhuatong
অদৃশ্যhuatong
Lirik
Rakaman
----অদৃশ্য----

গোধূলি বিদায় সাগর তীরে

দূর নীলিমায় জোছনা ঘিরে

গোধূলি বিদায় সাগর তীরে

দূর নীলিমায় জোছনা ঘিরে

সুপ্ত সুখের পরশও বিলায়

অনুভবের স্নিগ্ধ ছোঁয়ায়

----অদৃশ্য----

প্রনয় পিয়াশ জেগে ওঠে

মৌন মনের কল্পনাতে

প্রনয় পিয়াশ জেগে ওঠে

মৌন মনের কল্পনাতে

স্বপ্নে এ মন ভরিয়ে রাখে

মাতাল হওয়া স্বর্ণ সুখে

----অদৃশ্য----

স্মৃতির ছায়ার ইশারাতে

একাকি আমি যাই থেমে

স্মৃতির ছায়ার ইশারাতে

একাকি আমি যাই থেমে

হৃদয় মেঘে শাওনও ডাকে

অশান্ত দুচোখ তোমায় খোঁজে

গোধূলি বিদায় সাগর তীরে

দূর নীলিমায় জোছনা ঘিরে

গোধূলি বিদায় সাগর তীরে

দূর নীলিমায় জোছনা ঘিরে

সুপ্ত সুখের পরশও বিলায়

অনুভবের স্নিগ্ধ ছোঁয়ায়

----অদৃশ্য----

Lebih Daripada অবসকিউর

Lihat semualogo

Anda Mungkin Suka