বোঝাবো কি করে তোকে
M- বোঝাবো কি করে তোকে
কতো আমি চাই?
তোর কথা মনে এলে
নিজেকে হারাই
বোঝাবো কি করে তোকে
কতো আমি চাই?
তোর কথা মনে এলে
নিজেকে হারাই
তোকেই মাথায় করে
বেঁচে আছি তাই আমি
তোকেই মাথায় করে
বেঁচে আছি তাই
আজ চুরি চুরি মন
উড়ি উড়ি মন
ঘুড়ি ঘুড়ি মন
আজ চুরি চুরি মন
উড়ি উড়ি মন
ঘুড়ি ঘুড়ি মন
M- ও,,, তিলে তিলে হলো কি যে
গেল ভিজে মন
আগে তো এ শ্রাবণের
ছিল না কারণ
F- তোর সাথে দেখা হলে
কোনও নিরালায়
নিজেকে উজার করে
রেখে দেওয়া যায়
M- আজ চুরি চুরি মন
উড়ি উড়ি মন
ঘুড়ি ঘুড়ি মন
Md. Azizul Haque
F- জেগে আছে দিন আর
সেজে আছে ঘর
শুনাতে আমায় তোর
আসার খবর
M- উঠে যাবে চাঁদ আর
ফুটে যাবে ফুল
মেলে দিলে চোখ তুই
খুলে দিলে চুল
আজ চুরি চুরি মন
উড়ি উড়ি মন
ঘুড়ি ঘুড়ি মন
F- বোঝাবো কি করে তোকে
কতো আমি চাই?
তোর কথা মনে এলে
নিজেকে হারাই
M- তোকেই মাথায় করে
বেঁচে আছি তাই আমি
তোকেই মাথায় করে
বেঁচে আছি তাই
M/F- আজ চুরি চুরি মন
উড়ি উড়ি মন
ঘুড়ি ঘুড়ি মন
আজ চুরি চুরি মন
উড়ি উড়ি মন
ঘুড়ি ঘুড়ি মন।