menu-iconlogo
huatong
huatong
avatar

একা একা কি থাকা যায়_Ayub Bachchu

আইয়ুব বাচ্চুhuatong
𝑆𝑢𝑚𝑜𝑛_𝐴ℎ𝑚𝑒𝑑_𝑆𝐵𝐿huatong
Lirik
Rakaman
একা একা কি থাকা যায় বলো

একা একা কি থাকা যায়…

একা একা কি থাকা যায় বলো

একা একা কি থাকা যায়…

এলোমেলো এলোমেলো মন

ঠিকানাহীন থাকে কতক্ষণ

ফাগুনের উদাস হাওয়ায়…

-

শনিবার যায় রবিবার যায়…

আসেনা বন্ধু ভালোবাসে না আমায়

শনিবার যায়…রবিবার যায়…

আসেনা বন্ধু ভালোবাসে না আমায়

-

ঘুম থেকে উঠে কষ্ট শুরু

দুপুরে বিরহ পূর্ণতা পায়

বিকেল গড়িয়ে সন্ধ্যাও যায়

ভাবি বুঝি এলে মোর দরজায়

দূরেও সে কতটা দূর

বুঝিনি যন্ত্রণা ভরা মন কি চায়…

-

শনিবার যায়…রবিবার যায়…

আসেনা বন্ধু ভালোবাসে না আমায়

শনিবার যায়…রবিবার যায়…

আসেনা বন্ধু ভালোবাসে না আমায়

-

কি যে কারণ তার নেই কোন খোঁজ

এমন তো হওয়ার কথা ছিল না

বিরহ বিরহ লাগছে কেন

মনের শরীর আজ তাই ভাল না

প্রতীক্ষা বিরহময়…

কিছু কি হলো ভুল মন করে হায় হায়…

-

শনিবার যায়…রবিবার যায়…

আসেনা বন্ধু ভালোবাসে না আমায়

শনিবার যায়…রবিবার যায়…

আসেনা বন্ধু ভালোবাসে না আমায়

একা একা কি থাকা যায় বলো

একা একা কি থাকা যায়…

একা একা কি থাকা যায় বলো

একা একা কি থাকা যায়…

এলোমেলো এলোমেলো মন

ঠিকানাহীন থাকে কতক্ষণ

ফাগুনের উদাস হাওয়ায়…

শনিবার যায় রবিবার যায়

আসেনা বন্ধু ভালোবাসে না আমায়

শনিবার যায়…রবিবার যায়…

আসেনা বন্ধু ভালোবাসে না আমায়

শনিবার যায় রবিবার যায়

আসেনা বন্ধু ভালোবাসে না আমায়

শনিবার যায়…রবিবার যায়…

আসেনা বন্ধু ভালোবাসে না আমায়

[ধন্যবাদ সবাইকে]

Lebih Daripada আইয়ুব বাচ্চু

Lihat semualogo

Anda Mungkin Suka

একা একা কি থাকা যায়_Ayub Bachchu oleh আইয়ুব বাচ্চু - Lirik dan Liputan