menu-iconlogo
huatong
huatong
avatar

প্রেম যমুনায় ডুব না দিলে

আকাশ মাহমুদhuatong
✰ℕ𝕖𝕨𝕒𝕫_𝕊𝔹𝕃✰huatong
Lirik
Rakaman
Choice: Rani

part 1=Male

part 2= Female

(M)রঙে ঢঙে মন ভুলাবো তোমার

রঙে ঢঙে মন ভুলাবো

প্রেম জোয়ারে মন মাতাল

হায়রে প্রেম জোয়ারে মন মাতাল

(F)প্রেম পিরিতি ভীষণ প্যারা

কি যে নিষ্ঠুর গ্যারাকল

বুঝবা পরে সময় মত

পিরিত হইলো মাকাল ফল

(M) হেই…প্রেম যমুনায় ডুব না দিলে

হায়রে প্রেম যমুনায় ডুব না দিলে

বুঝবা কেমনে কত জল

তুমি বুঝবা কেমনে কত জল

(F)প্রেম পিরিতি ভীষণ প্যারা

কি যে নিষ্ঠুর গ্যারাকল

বুঝবা পরে সময় মত

পিরিত হইলো মাকাল ফল

-

(F)তোমার কথায় মন সপিলাম

প্রেম করিলাম অকালে

সুখ আছে না দুঃখ আছে

আমার এই কপালে

-

(M) সখি তোমায় করবো সুখী

উজাড় করে দেবো মন

আমার বুকে মাথা রেখে

থাইকো আজীবন

(F) করবো যতন মনের মতন

(Duet) করবো যতন মনের মতন

পাগল হবো তোমায় হারালে…

(F)তোমার কথায় মন সপিলাম

প্রেম করিলাম অকালে

সুখ আছে না দুঃখ আছে

আমার এই কপালে

M) সখি তোমায় করবো সুখী

উজাড় করে দেবো মন

আমার বুকে মাথা রেখে

থাইকো আজীবন

-

(F) অঙ্গ জ্বলে যায়রে হৃদয় পুড়ে যায়

অঙ্গ জ্বলে যায়রে হৃদয় পুড়ে যায়

প্রেম করিয়া লাগলো আগুন

লাগলো কলিজায় রে…এ

প্রেম করিয়া লাগলো আগুন

লাগলো কলিজা

(M) জীবন এখন যায়রে শুধু প্রেমের দায় রে…

জীবন এখন যায়রে শুধু প্রেমের দায় রে…

তুমি ছাড়া জ্যান্ত মরা

আমার কেহ নাই রে

(F) প্রেম করিয়া লাগলো আগুন

লাগলো কলিজায় রে

প্রেম করিয়া লাগলো আগুন

লাগলো কলিজায় রে

-

-

-

(ধন্যবাদ সবাইকে)

Lebih Daripada আকাশ মাহমুদ

Lihat semualogo

Anda Mungkin Suka