menu-iconlogo
huatong
huatong
avatar

একটি কথা জেনেছি আমি

আপলোডঃ সোহেল রানা পি এস এফ ফ্যামিলিhuatong
ʙᵈ᭄💠MdSohelRan💠🅿🆂🅵💦࿐huatong
Lirik
Rakaman
গান: একটি কথাই জেনেছি আমিই...

ছবি: ভালোবাসি তোমাকে

শিল্পী:কনক চাঁপা ও এন্ড্রু কিশোর

আপলোডঃ সোহেল রানা পি এস এফ ফ্যামিলি

চয়েস বাইঃ প্রিয়া পি এস এফ ফ্যামিলি ক্যাপ্টেন

======================

মেয়েঃ একটি কথাই জেনেছি আমিই..

বুঝেছে এ মন তোমারি কাছে...

এই পৃথিবীতে প্রেম এখনও আছে

এই পৃথিবীতে প্রেম এখনও আছে..

ছেলেঃ একটি কথাই জেনেছি আমিই..

বুঝেছে এ মন তোমারি কাছে..

এই পৃথিবীতে প্রেম এখনও আছে

এই পৃথিবীতে প্রেম এখনও আছে...

মিউজিকঃ অপেক্ষা করুন

মিউজিক ফলো করে গান করুন

মেয়েঃ এই চোঁখেরি আড়াল তুমি হোও যখনই..

চোঁখেরি আড়াল তুমি হোও যখনই..

মনে হয় আমি যেন

বাচবোনা আর..বাচবোনা আর

ছেলেঃ ও..অনেক ভালবাসি আমি যে তোমায়..

অনেক ভালবাসি আমি যে তোমায়..

এজীবনে শেষ কভু নাই যেন তার...

নাই যেন তার..

মেয়েঃ যেখানে যাবে সেখানে যাবো

যেভাবে ছায়া চলে কায়ার পিছে

এই পৃথিবীতে প্রেম এখনও আছে

এই পৃথিবীতে প্রেম এখনও আছে...

মিউজিক

পি এস এফ ফ্যামিলিতে সবাইকে স্বাগতম

আপলোডঃ সোহেল রানা (পি এস এফ)

মেয়েঃ ও..যতটা আপন করে নিয়েছি তোমায়..

যতটা আপন করে নিয়েছি তোমায়..

ততটা আপন আমি আমারও যে নয়..

আমারও যে নয়...

ছেলেঃ ও..কখনো কোথাও আমি যাবোনা যে আর..

কখনো কোথাও আমি যাবোনা যে আর..

তোমারি প্রানের মাঝে যেন মিশে রই...

যেন মিশে রই..

মেয়েঃ তোমাকে ছাড়া বুঝিনা কিছুই

তুমি ছাড়া সবকিছু হবে যে মিছে

এই পৃথিবীতে প্রেম এখনও আছে

এই পৃথিবীতে প্রেম এখনও আছে...

ছেলেঃ একটি কথাই জেনেছি আমিই..

বুঝেছে এমন তোমারি কাছে

এই পৃথিবীতে প্রেম এখনও আছে

এই পৃথিবীতে প্রেম এখনও আছে..

=========================

ধন্যবাদ সবাইকে

Lebih Daripada আপলোডঃ সোহেল রানা পি এস এফ ফ্যামিলি

Lihat semualogo

Anda Mungkin Suka