menu-iconlogo
huatong
huatong
avatar

ওকারিগর, দয়ার সাগর

এস আই টুটুলhuatong
rjs3designhuatong
Lirik
Rakaman
ওকারিগর, দয়ার সাগর

ওকারিগর, দয়ার সাগর, ওগো দয়াময়

চান্নি পসর রাইতে যেন আমার মরণ হয়

চান্নি পসর রাইতে জেন আমার মরন হয়

ওকারিগর, দয়ার সাগর, ওগো দয়াময়

চান্নি পসর রাইতে যেন আমার মরণ হয়

চান্নি পসর রাইতে জেন আমার মরন হয়

চান্নি পসর চান্নি পসর আহারে আলো

ও ও ও ও ও

চান্নি পসর চান্নি পাসর আহারে আলো

কে বেসেছে কে বেসেছে তাহারে ভালো

কে দিয়েছে নিশি রাইতে দুধের চাদর গায়

কে খেলেছে চন্দ্র খেলা ধবল ছায়ায়

কে খেলেছে চন্দ্র‍ খেলা ধবল ছায়ায়

এখন খেলা থেমে গেছে মুছে গেছে রং

ও ও ও ও ও

এখোন খেলা থেমে গেছে মুছে গেছেরং

অনেক দূরে বাজছে ঘণ্টা ঢং ঢং ঢং

এখন যাব অচিন দেশে, অচিন কোন গায়

চন্দ্রকারিগরের কাছে ধবল পঙ্খী নায়

চন্দ্র‍কারিগরের কাছে ধবল পঙ্খী নায়

ও কারিগর, দয়ার সাগর, ওগো দয়াময়

চান্নি পসর রাইতে যেন আমার মরণ হয়

চান্নি পসর রাইতে জেন আমার মরন হয়

চান্নি পসর রাইতে জেন আমার মরন হয়

চান্নি পসর রাইতে জেন আমার মরন হয়

ও ও ও ও ও ও ও ও ও

ওগো দয়া ময় ।।

Lebih Daripada এস আই টুটুল

Lihat semualogo

Anda Mungkin Suka

ওকারিগর, দয়ার সাগর oleh এস আই টুটুল - Lirik dan Liputan