menu-iconlogo
huatong
huatong
avatar

কাচেঁর মত ভাংলিরে তু্ই আমার এ অন্তর

কনক চাঁপাhuatong
🌟💫Taher🌟🇧🇩꧁🅱MZ꧂huatong
Lirik
Rakaman
সৌজন্যেঃ বি.এম.জেড ফ্যামিলী

**আরও সুন্দর সুন্দর মিউজিক

পেতে আমাকে ফলো করুন**

কাচেঁর মত ভাংলিরে তু্ই আমার এ অন্তর

কাচেঁর মত ভাংলিরে তু্ই আমার এ অন্তর

বুকটা শুধু খাঁ খাঁ করে হইয়া বালুচর

তবু তোরে বাসবো ভালো সারা জনম ভর

আমি সারা জনম ভর

কাচেঁর মত ভাংলিরে তু্ই আমার এ অন্তর

সৌজন্যেঃ বি.এম.জেড ফ্যামিলী

পেতে আমাকে ফলো করুন**

মনটা আমার দমে দমে ডাকে শুধু তোরে

হাসে না আর চান্দের আলো আমার আন্ধার ঘরে

ওমনটা আমার দমে দমে ডাকে শুধু তোরে

হাসে না আর চান্দের আলো আমার আন্ধার ঘরে

সুখতো আমায় দিলো ফাকি করলি যেদিন পর

করলি যেদিন পর

কাচেঁর মত ভাংলিরে তু্ই আমার এ অন্তর

সৌজন্যেঃ বি.এম.জেড ফ্যামিলী

**আরও সুন্দর সুন্দর মিউজিক

পেতে আমাকে ফলো করুন**

নিঃস্ব করে গেলি আমায় জানিনা কি দোষে

চোখেতে নাই সপ্ন কোন এ বুক জ্বলে ভাসে

ও নিঃস্ব করে গেলি আমায় জানিনা কি দোষে

চোখেতে নাই সপ্ন কোন এ বুক জ্বলে ভাসে

ভু্ইলা গেলি চিরতরে ভাংলি সুখের ঘর

ভাংলি সুখের ঘর

কাচেঁর মত ভাংলিরে তু্ই আমার এ অন্তর

কাচেঁর মত ভাংলিরে তু্ই আমার এ অন্তর

বুকটা শুধু খাঁ খাঁ করে হইয়া বালুচর

তবু তোরে বাসবো ভালো সারা জনম ভর

আমি সারা জনম ভর

কাচেঁর মত ভাংলিরে তু্ই আমার এ অন্তর

Lebih Daripada কনক চাঁপা

Lihat semualogo

Anda Mungkin Suka