menu-iconlogo
huatong
huatong
avatar

Je chilo dristir simanay

কনক চাঁপাhuatong
nelliebuschhuatong
Lirik
Rakaman
যে ছিলো দৃষ্টির সীমানায়

যে ছিলো হৃদয়ের আঙ্গিনায়

সে হারালো কোথায় কোন দূর অজানায়

সেই চেনা মুখ কতদিন দেখিনি

তার চোখে চেয়ে স্বপ্ন আঁকিনি

যে ছিলো দৃষ্টির সীমানায়

যে ছিলো হৃদয়ের আঙ্গিনায়

সে হারালো কোথায় কোন দূর অজানায়

সেই চেনা মুখ কতদিন দেখিনি

তার চোখে চেয়ে স্বপ্ন আঁকিনি

যতখানি সুখ দিয়েছিলো

তার বেশী ব্যাথা দিয়ে গেল

স্মৃতি তাই আমারে কাঁদায়

যতখানি সুখ দিয়েছিলো

তার বেশী ব্যাথা দিয়ে গেল

স্মৃতি তাই আমারে কাঁদায়

সে হারালো কোথায় কোন দূর অজানায়

সেই চেনা মুখ কতদিন দেখিনি

তার চোখে চেয়ে স্বপ্ন আঁকিনি

যে ছিলো দৃষ্টির সীমানায়

যে ছিলো হৃদয়ের আঙ্গিনায়

সে হারালো কোথায় কোন দূর অজানায়

সেই চেনা মুখ কতদিন দেখিনি

তার চোখে চেয়ে স্বপ্ন আঁকিনি

যতটুকু ভুল হয়েছিলো

তার বেশী ভুল বুঝে ছিলো

কি যে চায় বলেনি আমায়

যতটুকু ভুল হয়েছিলো

তার বেশী ভুল বুঝে ছিলো

কি যে চায় বলেনি আমায়

সে হারালো কোথায় কোন দূর অজানায়

সেই চেনা মুখ কতদিন দেখিনি

তার চোখে চেয়ে স্বপ্ন আঁকিনি

যে ছিলো দৃষ্টির সীমানায়

যে ছিলো হৃদয়ের আঙ্গিনায়

সে হারালো কোথায় কোন দূর অজানায়

সেই চেনা মুখ কতদিন দেখিনি

তার চোখে চেয়ে স্বপ্ন আঁকিনি

সেই চেনা মুখ কতদিন দেখিনি

তার চোখে চেয়ে স্বপ্ন আঁকিনি

সেই চেনা মুখ কতদিন দেখিনি

তার চোখে চেয়ে স্বপ্ন আঁকিনি

Lebih Daripada কনক চাঁপা

Lihat semualogo

Anda Mungkin Suka