menu-iconlogo
huatong
huatong
--cover-image

আমার মতো এতো সুখি

খালিদ হাসান মিলুhuatong
ilovejtb3huatong
Lirik
Rakaman
SB

আমার মত এত সুখি

নয়তো কারো জীবন

কি আদর স্নেহ ভালোবাসায়

জড়ানো মায়ার বাঁধন

জানি এ বাঁধন চিড়ে গেলে কবু

আসবে আমার মরন

আমার মত এত সুখি

নয়তো কারো জীবন

নয়তো কারো জীবন

FB

ভুকে ধরে যতো ফুল ফুটালাম

সে ফুলের কাটা চাড়া কি পেলাম

ভাগ্যের পারিহাস এরি নাম

ভুকে ধরে যতো ফুল ফুটালাম

সে ফুলের কাটা চাড়া কি পেলাম

ভাগ্যের পারিহাস এরি নাম

কেনো নিয়তির কাছে বারে বারে

হেরে যায় মানুষ এমন

আমার মত এত সুখি

নয়তো কারো জীবন

নয়তো কারো জীবন

Instagram

চারিদিকে নিরাশার বালুচর

কি আশায় বেধেছি এ খেলা ঘর

স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়

চারিদিকে নিরাশার বালুচর

কি আশায় বেধেছি এ খেলা ঘর

স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়

কেনো মমতার টানে কেঁদে মরে

বেদনার কথা এখন

আমার মত এত সুখি

নয়তো কারো জীবন

কি আদর স্নেহ ভালোবাসায়

জড়ানো মায়ার বাঁধন

জড়ানো মায়ার বাঁধন

Lebih Daripada খালিদ হাসান মিলু

Lihat semualogo

Anda Mungkin Suka