menu-iconlogo
huatong
huatong
avatar

দেবর ভাবির পালা গান(গামছা পলাশ এবং অংকন)

গামছা পলাশhuatong
🥉💙FARHAN-1💙🥉huatong
Lirik
Rakaman
♂️মামুন আাকাশ ফ্যামিলি♂️

ভাবিঃচান্দের পাশে তারা যেমন

দেওরা আমার কাছে তেমন,,,,,

চান্দের পাশে তারা যেমন

দেওরা আমার কাছে তেমন,,,,,

আমার ছোট্ট দেওরার

উরু--উরু মন

আমার ছোট্ট দেওরার

উরু--উরু মন।

দেবরঃ উতলা ঘড়ে চাউনি যেমন

ভাবি আমার কাছে তেমন,,,,,

উতলা ঘড়ে চাউনি যেমন

ভাবি আমার কাছে তেমন,,,,,

আমার ভাবির মনে

দু--দুখের শ্রাবণ

আমার ভাবির মনে

দু--দুখের শ্রাবণ।

ভাবিঃতোমায় পাঠাইলে গজ্ঞের হাটে

বেলা বইয়া যায়

আমি চুলা পাশে বইসা ভাবি

কি করলাম হায়!

দেবরঃগজ্ঞের সিনামার হলে চলে

দারুন একখান বই

সেই সিনেমার নাম দিয়াছে

সখি তুমি কই?

আমি সেই লোভে পইড়া

আইতে হইলো খন!

ভাবিঃআমার ছোট্ট দেওরার

উরু--উরু মন

আমার ছোট্ট দেওরার

উরু--উরু মন।

দেবরঃ ও ভাবি সিনেমার

নায়িকা দেখতে সুইটির মত

কাহিনা দা আমার সাথে

গ্যাছে জুট মতন!

ভাবিঃ সিনেমায় কি খাইতে দিবো

বাজার সদয় কই?

আমি পথের দিকে চাইয়া রইছি

আইবা বুঝি ঐ

আমার রান্দন বারন ভাটায় গেলো

করি কি এখন!

দেবরঃআমার ভাবির মনে

দু--দুখের শ্রাবণ

আমার ভাবির মনে

দু--দুখের শ্রাবণ।

ভাবিঃ সুইটি সুইটি কইরা দেওরা

আইজো বনমালা

সুইটি ঘড়ে আইলে বুঝবা

সংসারে কি জ্বালা!

দেবরঃএমন কথা কইলে গো ভাবি

লাগে মনে ধর

আমি ছ্যাকা খাইমু না হইলে

সুইটি লাগে ঘড়

আমি কথা দিলাম

এখন থাইকা কাজে দিব মন!

ভাবিঃ আমার ছোট্ট দেওরার

উরু--উরু মন

আমার ছোট্ট দেওরার

উরু--উরু মন।

দেবরঃআমার ভাবির মনে

দু--দুখের শ্রাবণ।

ভাবিঃআমার ছোট্ট দেওরার

উরু--উরু মন।

Lebih Daripada গামছা পলাশ

Lihat semualogo

Anda Mungkin Suka