menu-iconlogo
huatong
huatong
avatar

আমার স্বপন কিনতে পারে

জটিলেশ্বর মুখোপাধ্যায়huatong
Saiful_7811384huatong
Lirik
Rakaman
আমার স্বপন কিনতে পারে

এমন আমীর কই ?

আমার জলছবিতে রঙ মেলাবে

এমন আবীর কই ?

আমার স্বপন কিনতে পারে

এমন আমীর কই ?

আমার জলছবিতে রঙ মেলাবে

এমন আবীর কই ?

~~~~~~~~~~~~~~~~~

আমি দুখের সিংহাসনে বসে সুখের বিচার করি

আমি ভাবের ঘরের অভাবটুকু আখর দিয়ে ভরি ।।

আমি দুখের সিংহাসনে বসে সুখের বিচার করি

সুখের বিচার করি

আমি ভাবের ঘরের অভাবটুকু আখর দিয়ে ভরি ।।

আমার পরম বন্ধু হবে এমন অধীর কই

আমার জলছবিতে রঙ মেলাবে

এমন আবীর কই?

আমার স্বপন কিনতে পারে

এমন আমীর কই ?

আমার জলছবিতে রঙ মেলাবে

এমন আবীর কই ?

~~~~~~~~~~~~~~~~~~~

আমি অসীম ধনে ধ'নী

আমি অসীম ধনে ধ'নী

দরিদ্র কে বলে আমায়

জাগরনের ঘুমে আছি

বিনিদ্র কে বলে আমায় ।।

আামি অসীম ধনে ধ'নী

দরিদ্র কে বলে আমায়

জাগরনের ঘুমে আছি

বিনিদ্র কে বলে আমায় ।।

আমি পথের দিশা ভুলে গিয়ে পথেই ফিরেই আসি

আমি ভালোবাসার যন্ত্রণাকে অধিক ভালবাসি।।

আমি পথের দিশা ভুলে গিয়ে পথেই ফিরেই আসি

আমি ভালোবাসার যন্ত্রণাকে অধিক ভালবাসি।।

আমার ধরে বেঁধে রাখে এমন সে নীড় কই?

আমার জলছবিতে রঙ মেলাবে এমন আবীর কই ।।

আমার স্বপন কিনতে পারে এমন আমীর কই ?

আমার জলছবিতে রঙ মেলাবে এমন আবীর কই ?

~~~~~~~~~~~~~~~~~~~~~~

Lebih Daripada জটিলেশ্বর মুখোপাধ্যায়

Lihat semualogo

Anda Mungkin Suka