menu-iconlogo
huatong
huatong
avatar

যদি কখনও ভূল হয়ে যায় | Jodi kokhono vul

জেমস | Jameshuatong
primroseblakehuatong
Lirik
Rakaman
যদি কখনো ভুল হয়ে যায়

জেমস

যদি কখনো ভুল হয়ে যায়

তুমি অপরাধ নিওনা

যদি কখনো ভুল হয়ে যায়

তুমি অপরাধ নিওনা

জানিনা কোনদিন

ব্যথার প্রদীপ জ্বেলে

চেয়ে থাকা পথ

শেষ হবে কিনা

যদি কখনো ভুল হয়ে যায়

তুমি অপরাধ নিও না

মুসাফির আমি

খুঁজে খুঁজে ভুল পথে

যদি হারিয়ে যাই, একদিন

হয়তো কখনো আর ফেরা হবেনা

অভিমানী পথ চেয়ে দিন গুনো না

যদি কখনো ভুল হয়ে যায়

তুমি অপরাধ নিওনা

এই গান যদি

সেই রাগিনীতে

সুর হয়ে বাজে

তোমার কানে

জেনে নিও তুমি সেদিনের মত

আজো তোমাকে

ভালবেসে ভাল আছি

যদি কখনো ভুল হয়ে যায়

তুমি অপরাধ নিওনা

যদি কখনো ভুল হয়ে যায়

তুমি অপরাধ নিওনা

জানিনা কোনদিন

ব্যথার প্রদীপ জ্বেলে

চেয়ে থাকা পথ

শেষ হবে কিনা

যদি কখনো ভুল হয়ে যায়

তুমি অপরাধ নিওনা

যদি কখনো ভুল হয়ে যায়

তুমি অপরাধ নিওনা

অপরাধ...নিও না

অপরাধ নিও না

অপরাধ.....নিও না

Lebih Daripada জেমস | James

Lihat semualogo

Anda Mungkin Suka