menu-iconlogo
huatong
huatong
-bondhu-re-koi-pabo-sokhi-go-cover-image

BONDHU RE KOI PABO SOKHI GO

নুর আলম সরকারhuatong
🌠❣️MAINUL❣️🅕🅞🅛🅚❣️🌠huatong
Lirik
Rakaman
গানঃবন্ধুরে কই পাবো সখি গো

গীতিকারঃশাহ আবদুল করিম

শিল্পীঃনুর আলম সরকার

আপলোড করেছেন

মাইনুল ইসলাম মামুন

স্টারমেকার বাউল সংগঠন।

----মিউজিক---

বন্ধুরে কই পাবো সখি গো...

সখি আমা............রে বলো না?

বন্ধু বিনে পাগল মনে

বোঝাইলে বোঝেনা,

আমার বন্ধু বিনে পাগল মনে

বুঝাইলে বুঝেনা।

বন্ধুরে কই পাবো সখি গো...

সখি আমা............রে বলো না?

বন্ধু বিনে পাগল মনে

বোঝাইলে বোঝেনা,

আমার বন্ধু বিনে পাগল মনে

বুঝাইলে বুঝেনা।

----মিউজিক ----

মাইনুল ইসলাম মামুন

স্টারমেকার বাউল সংগঠন।

---মিউজিক---

সাধে সাধে ঠেকছি ফাঁদে গো

সখি দি.........লাম ষোল আনা,,,

সাধে সাধে ঠেকছি ফাঁদে গো

সখি দি.........লাম ষোল আনা,,,

আমার প্রাণ-পাখি উড়ে যেতে চায়

আর ধৈর্য মানে না,

আমার প্রাণ পাখি উড়ে যেতে চায়

আর ধৈর্য মানে না।

বন্ধুরে কই পাবো সখি গো...

সখি আমা............রে বলো না?

আমার বন্ধু বিনে পাগল মনে

বোঝাইলে বোঝেনা,

আমার বন্ধু বিনে পাগল মনে

বুঝাইলে বুঝেনা।।

----মিউজিক ----

মাইনুল ইসলাম মামুন

স্টারমেকার বাউল সংগঠন।

---মিউজিক---

কী আগুন জ্বালাইলো সখি গো...

সখি নিভা.........ইলে নিভে না,,,

কী আগুন জ্বালাইলো সখি গো...

সখি নিভা.........ইলে নিভে না,,,

জল ঢালিলে দ্বিগুণ বাড়ে

উ...পায় কি বলো না?

জল ঢালিলে দ্বিগুণ জ্বলে

উ...পায় কি বলো না?

বন্ধুরে কই পাবো সখি গো...

সখি আমা............রে বলো না?

আমার বন্ধু বিনে পাগল মনে

বোঝাইলে বোঝেনা,

আমার বন্ধু বিনে পাগল মনে

বুঝাইলে বুঝেনা।

----মিউজিক ----

মাইনুল ইসলাম মামুন

স্টারমেকার বাউল সংগঠন।

---মিউজিক---

বাউল আব্দুল করিম বলে গো...

সখি অন্ত...........রের বেদনা,,,

বাউল আব্দুল করিম বলে গো...

সখি অন্ত...........রের বেদনা,,,

ও তার সোনার বরণ রূপের কিরণ

না দে...খলে বাঁচি না।

ও তার সোনার বরণ রূপের কিরণ

না দে...খলে বাঁচি না।

বন্ধুরে কই পাবো সখি গো...

সখি আমা..........রে বলো না?

আমার বন্ধু বিনে পাগল মনে

বুঝাইলে বুঝেনা,

আমার বন্ধু বিনে পাগল মনে

বোঝাইলে বোঝেনা,

আমার বন্ধু বিনে পাগল মনে

বোঝাইলে বোঝেনা,

----সমাপ্তি---

ধন্যবাদ সবাইকে

স্টারমেকার বাউল সংগঠন।

Lebih Daripada নুর আলম সরকার

Lihat semualogo

Anda Mungkin Suka