menu-iconlogo
huatong
huatong
--cover-image

অলপ না বয়সের সখিনা ছেরি

ফজলুর রহমান বাবুhuatong
zimodeleuzehuatong
Lirik
Rakaman
অল্পনা বয়সের সখিনা ছেরি

আমার মনটা কেন করলি চুরি

সত্যি কইরা বলনা ছেরি গো

কোন জেলায় বাড়ী

অল্পনা বয়সের সখিনা ছেরি

আমার মনটা কেন করলি চুরি

সত্যি কইরা বলনা ছেরি গো

কোন জেলায় বাড়ী

বাড়ী আমার ফুলোতলা

বাপের নামটি আলাভোলা

মায়ের নামটি কাঞ্চনমালা গো

সেই ফুলের মালা

বাড়ী আমার ফুলোতলা

বাপের নামটি আলাভোলা

মায়ের নামটি কাঞ্চনমালা গো

সেই ফুলের মালা

অল্পনা বয়সের সখিনা ছেরি

আমার মনটা কেন করলি চুরি

সত্যি কইরা বলনা ছেরি গো

কোন জেলায় বাড়ী

আট টার সময় আমরা টিকিট কাটি

নয়টার সময় ধরি ভাওয়ালের গাড়ি

দশটার সময় বাড়ী পৌঁছাই গো

সেই জেলায় বাড়ী

আট টার সময় আমরা টিকিট কাটি

নয়টার সময় ধরি ভাওয়ালের গাড়ি

দশটার সময় বাড়ী পৌঁছাই গো

সেই জেলায় বাড়ী

অল্পনা বয়সের সখিনা ছেরি

আমার মনটা কেন করলি চুরি

সত্যি কইরা বলনা ছেরি গো

কোন জেলায় বাড়ী

সত্যি কইরা বলনা ছেরি গো

কোন জেলায় বাড়ী

Lebih Daripada ফজলুর রহমান বাবু

Lihat semualogo

Anda Mungkin Suka