menu-iconlogo
logo

ওগো ষোড়শী প্রেয়সী মোর - Ogo Soroshi Preyoshi More

logo
avatar
ফেরদৌস ওয়াহিদlogo
✯͜͡M.𝐉𝐈𝐁𝐎𝐍✯͜͡♻️🅱🆂🅰♻️logo
Nyanyi dalam App
Lirik
গানের কথাঃ ওগো ষোড়শী প্রেয়সী মোর...

🇧🇩 বাংলা সঙ্গীত একাডেমী...

------------------

ছেলেঃ আরে এই...

মেয়েঃ কি ?

ছেলেঃ শোন না,

মেয়েঃ কি কইবা কও না...

Music

ছেলেঃ ওগো ষোড়শী প্রেয়সী মোর

কেন চলে যাও?

তুমি আমার আমি তোমার

দাও কথা দাও...

ওগো ষোড়শী প্রেয়সী মোর

কেন চলে যাও......?

দাও কথা দাও...

মেয়েঃ আচ্ছা,দিলাম,দিলাম,দিলাম...

Music

ছেলেঃ ও হো ...

সুরের গীতালী তুমি মনেরও মিতা...

স্বপ্নেরও ভাষা তুমি মোর কবিতা...

ও হো ...

সুরের গীতালী তুমি মনেরও মিতা...

স্বপ্নেরও ভাষা তুমি মোর কবিতা...

একি ছন্দে, কি আনন্দে...

এ কি ছন্দে... কি আনন্দে...

হায়,আমারে দোলাও...

আমারে দোলাও

মেয়েঃ তাইনা কি ?

ছেলেঃ ওগো ষোড়শী প্রেয়সী মোর

কেন চলে যাও......?

Music

ছেলেঃ ও হো ...

চাঁদেরও টিপ দেবো কপালেতে...

গোধূলিরও রং দেবো অঙ্গে মেখে...

ও হো ...

চাঁদেরও টিপ দেবো কপালেতে...

গোধূলিরও রং দেবো অঙ্গে মেখে...

ওগো সাথী,এ মিনতি...

ওগো সাথী...,এ মিনতি...

হায়,আমায় কাছে নাও...

আমায় কাছে নাও...

ওগো ষোড়শী প্রেয়সী মোর

কেন চলে যাও?

তুমি আমার আমি তোমার

দাও কথা দাও...

ওগো ষোড়শী প্রেয়সী মোর

কেন চলে যাও......?

আমায় কাছে নাও...

মেয়েঃ হা হা হা ঠিক আছে,

নিলাম,নিলাম,নিলাম...।

---------------------

গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার,

সুরকারঃ আলাউদ্দিন আলী,

শিল্পীঃ ফেরদৌস ওয়াহিদ,

চলচ্চিত্রঃ চম্পা চামেলী(1980),

পরিচালকঃ দীলিপ সোম।

Uploaded by Moinul Jibon.

ওগো ষোড়শী প্রেয়সী মোর - Ogo Soroshi Preyoshi More oleh ফেরদৌস ওয়াহিদ - Lirik dan Liputan