menu-iconlogo
huatong
huatong
--cover-image

একটা এসকের বাতি জালাইয়া

বাউল গানhuatong
smtrnhuatong
Lirik
Rakaman
একটা এসকের বাতি জালাইয়া দাও

ও দয়াল আমার অন্তরে

একটা মোমের বাতি জালাইয়া দাও

ও দয়াল আমার অন্তরে

সেই বাতি জ্বালাইয়া রে দয়াল

দেখবো আমি তোমারে

হায়রে সেই বাতি জ্বালাইয়া রে বান্ধব

দেখবো আমি তোমারে

একটা এসকের বাতি জালাইয়া দাও

ও দয়াল আমার অন্তরে

একটা মোমের বাতি জালাইয়া দাও

ও দয়াল আমার অন্তরে

হাজার হাজার ভক্ত কান্দে

পইরা তোমার দরবারে

হায়রে হাজার হাজার ভক্ত কান্দে

পইরা তোমার দরবারে

আরে কই লুকাইলা ও দয়াল চান

ফুল ফুটাইয়া আমার অন্তরে

আরে কই লুকাইলা ও দয়াল চান

ফুল ফুটাইয়া আমার অন্তরে

একটা এসকের বাতি জালাইয়া দাও

ও দয়াল আমার অন্তরে

একটা মোমের বাতি জালাইয়া দাও

ও দয়াল আমার অন্তরে

উঠো উঠো নগর বাসি

তাইকোনা ঘুমের ঘোরে

হায়রে উঠো উঠো নগর বাসি

তাইকোনা ঘুমের ঘোরে

হায়রে ডাক দিয়েছে দয়ালবাবা

যাইতে বাবার মাজারে

হায়রে ডাক দিয়েছে দয়ালবাবা

যাইতে বাবার মাজারে

একটা এসকের বাতি জালাইয়া দাও

ও দয়াল আমার অন্তরে

একটা মোমের বাতি জালাইয়া দাও

ও দয়াল আমার অন্তরে

পাপি মুখে গান গাইতে

আইলাম তোমার দরবারে

হায়রে পাপি মুখে গান গাইতে

আইলাম তোমার দরবারে

আরে আইবানি আইবানি দয়াল

আইবানি আমার বাসরে

আরে আইবানি আইবানি দয়াল

আইবানি আমার বাসরে

একটা এসকের বাতি জালাইয়া দাও

ও দয়াল আমার অন্তরে

একটা মোমের বাতি জালাইয়া দাও

ও দয়াল আমার অন্তরে

সেই বাতি জ্বালাইয়া রে দয়াল

দেখবো আমি তোমারে

হায়রে সেই বাতি জ্বালাইয়া রে বান্ধব

দেখবো আমি তোমারে

একটা এসকের বাতি জালাইয়া দাও

ও দয়াল আমার অন্তরে

একটা মোমের বাতি জালাইয়া দাও

ও দয়াল আমার অন্তরে

সমাপ্ত

Lebih Daripada বাউল গান

Lihat semualogo

Anda Mungkin Suka