menu-iconlogo
huatong
huatong
avatar

আমি মরে গেলে জানি তুমি কাঁদবে না//আপলোড যুবরাজ 💔💔💔

মনি কিশোরhuatong
༺💘𝕁𝕦𝕓𝕠𝕣𝕒𝕛,𝕔a𝕡𝕥💥࿐huatong
Lirik
Rakaman
+++ইউনিক ফ্যামেলি+++

আমি মরে গেলে

জানি তুমি কাঁদবে না

ওখানেই শেষ করে দিও

চাইবো না কিছুই তোমার

শুধু মনে রেখো কোন একদিন

ভালোবেসে ছিলাম তোমায়

ওওওও ভালোবেসে ছিলাম তোমায়

++আপলোড যুবরাজ +T+অশ্রু সজল চোখে

আমার এই গান আপলোড করা++

পুরোনো স্মৃতি গুলো মন থেকে তুমি মুছে দিও

আবার নতুন করে এ জীবন সাজিয়ে নিও

পুরোনো স্মৃতি গুলো মন থেকে তুমি মুছে দিও

আবার নতুন করে এ জীবন সাজিয়ে নিও

সেই চেনা সুরে সেই চেনা নাম ধরে

ডেকো না আমায়

শুধু মনে রেখো কোন একদিন

ভালোবেসে ছিলাম তোমায়

ওওওও ভালোবেসে ছিলাম তোমায়

+++পছন্দ যুবরাজ+++

কখনো ভূল করে সামাধিতে ফুল দিও না

আমার মরণ দিনে চোখে জল তুমি এনোনা

কখনো ভূল করে সামাধিতে ফুল দিও না

আমার মরণ দিনে চোখে জল তুমি এনোনা

থাক না ভরে সমাধির ও পরে ঝাড়ানো পাতা

শুধু মনে রেখো কোন একদিন

ভালোবেসে ছিলাম তোমায়

ওওওও ভালোবেসে ছিলাম তোমায়

আমি মরে গেলে

জানি তুমি কাঁদবে না

ওখানেই শেষ করে দিও

চাইবো না কিছুই তোমার

শুধু মনে রেখো কোন একদিন

ভালোবেসে ছিলাম তোমায়

ওওওও ভালোবেসে ছিলাম তোমায়

+++ধন্যবাদ+++

Lebih Daripada মনি কিশোর

Lihat semualogo

Anda Mungkin Suka