menu-iconlogo
huatong
huatong
avatar

লাল মেহেদির নকশা হাতে/Hamid_WE

মান্না দে/Manna Deyhuatong
Hamid___🆆🅴huatong
Lirik
Rakaman
লাল...মেহেদির নকশা হাতে

তুললে যখন গোলাপ কুঁড়ি...

বেশ মিষ্টি ,একটা আওয়াজ হলো

মিষ্টি একটা আওয়াজ হলো

বাজলো কটা কাঁচের চুড়ি বলনা

তোমার নামটা কি গো বল সখি

তোমার নামটা কি গো..

আমার কথা শুনে,জোড়া ভুরু বাঁকিয়ে..

কি যে দেখছো তুমি আমার দিকে তাকিয়ে

আমার কথা শুনে জোড়া ভুরু বাঁকিয়ে..

কি যে দেখছো তুমি আমার দিকে তাকিয়ে

আমি দিন দুপুরে বলে কয়ে..

করলাম তোমার মন চুরি

তোমার নামটা কি গো বলনা..

তোমার নামটা কি গো বলো সখি

তোমার নামটা কি গো..

তোমার মন চুরি টা..হাতে নাতে ধরনা..

কিছু নামি দামি মানুষ জড় করনা

তোমার মন চুরি টা..হাতে নাতে ধরনা..

কিছু নামি দামি মানুষ..জড় করনা

আমি মহা পুরুষ নয়তো মোটেই

ভয় করি না কিছু নিয়ে

তোমার নামটা কি গো বলনা..

তোমার নামটা কি গো..

লাল..মেহেদির নকশা হাতে

তুললে যখন গোলাপ কুঁড়ি..

বেশ মিষ্টি,একটা আওয়াজ হলো

মিষ্টি একটা আওয়াজ হলো

বাজলো কটা কাঁচের~চুড়ি বলনা

তোমার নাম টা কি গো বলো সখি

তোমার নাম টা কি গো বলো না

তোমার নাম টা কি গো..

Lebih Daripada মান্না দে/Manna Dey

Lihat semualogo

Anda Mungkin Suka