menu-iconlogo
huatong
huatong
Lirik
Rakaman
গীতিকারঃ গৌরী প্রসন্ন মজুমদার

সুরকারঃ সুপর্ণকন্তি ঘোষ

শিল্পীঃ মান্না দে

হুউম উউম উউম উউহুম

কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই

আজ আর নেই

কোথায় হাড়িয়ে গেল সোনালী বিকেল গুলো সেই

আজ আর নেই

লারালা লাললা লা লালা লা লালা লালা

O

uploded by

Black Rose

O

নিখিলেশ প্যারিসে মইদুল ঢাকাতে

নেই তারা আজ কোন খবরে

গ্রান্ডের গিটারিষ্ট গোয়ানিস ডিসুজা

ঘুমিয়ে আছে যে আজ কবরে

কাকে যেন ভালবেসে আঘাত পেয়ে যে শেষে

পাগলা গারদে আছে রমারায়

অমলটা ধুগছে দুরন্ত ক্যানসারে

জীবন করেনি তাকে ক্ষমা হায়

কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই

আজ আর নেই

কোথায় হাড়িয়ে গেল সোনালী বিকেল গুলো সেই

আজ আর নেই

O

uploded by

Black Rose

O

সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে

শুনেছি তো লাখপতি স্বামী তার

হীরে আর জহরতে আগা গোড়া মোড়া সে

গাড়ি বাড়ি সব কিছু দামী তার

আর্ট কলেজের ছেলে নিখিলেশ শানলাল

বিজ্ঞাপনের ছবি আঁকতো

আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক স্রোতা হয়ে

ডিসুজা টা বসে সুধু থাকতো ও ও ও ও

কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই

আজ আর নেই

লারালা লাললা লা লালা লা লালা লালা

O

uploded by

Black Rose

O

একটা টেবিলে সেই তিনচার ঘন্টা

চারমিনার ঠোটে জ্বলতো

কখোনো বিষ্ণু দে কখোনো জামিনী রায়

এই নিয়ে তর্কটা চলতো

রোদ ঝড় বৃষ্টিতে যেখানেই যে থাকুক

কাজ সেরে ঠিক এসে জুটতাম

চারটেতে শুরু করে জমিয়ে আড্ডা মেরে

সাড়ে সাতটায় ঠিক উঠতাআ আ আ ম

কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই

আজ আর নেই

লারালা লাললা লা লালা লা লালা লালা

O

uploded by

Black Rose

O

কবি কবি চেহারা কাধেতে ঝোলানো ব্যাগ

মুছে যাবে অমলের নামটা

একটা কবিতা তার হলনা কোথাও ছাপা

পেলনা সে প্রতিভার দামটা

অফিসের সোসালে ম্যানেজার নাটকে

রমারায় অভিনয় করতো

কাগজের রিপোর্টার মইদুল এসেরোজ

কি লিখেছে তাই শুধু পড়তো ও ও ও ও

কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই

আজ আর নেই

কোথায় হাড়িয়ে গেল সোনালী বিকেল গুলো সেই

আজ আর নেই

সেই সাতজন নেই আজ টেবিলটা তবু আছে

সাতটা পেয়ালা আজো খালি নেই

একই সে বাগানে আজ এসছে নতুন কুড়ি

শুধু সেই সেদিনের মালি নেই।

কতো স্বপনের রোদ ওঠে এই কফি হাউজে

কত স্বপ্ন মেঘে ঢেকে যায়

কতজন এলো গেল কতজনই আসবে

কফি হাউজটা শুধু থেকে যায়।

কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই

আজ আর নেই

কোথায় হাড়িয়ে গেল সোনালী বিকেল গুলো সেই

আজ আর নেই।

উহুউম লাল লাল লা লা লালা লা লালা

কোথায় হাড়িয়ে গেল সোনালী বিকেল গুলো সেই

আজ আর নেই।

Lebih Daripada মান্না দে Manna Dey,Prabhas Dey

Lihat semualogo

Anda Mungkin Suka