menu-iconlogo
huatong
huatong
avatar

মন পাখি তুই চইলা গেলিরে

রবি চৌধুরীhuatong
➳ᴹᴿ᭄🎷𝐀𝐙𝐈𝐙🎷࿐huatong
Lirik
Rakaman
গানঃ মন পাখি তুই

শিল্পীঃ রবি চৌধুরী

কথাঃ কাজী ফারুক বাবুল

সুরঃ খায়ের আহমেদ

আপলোডারঃ এম.এ আজিজ

মন পাখি তুই চইলা গেলিরে

ওরে পাখিরে ফিরা আইলি না

আমি তোরে ছাড়া বাঁচবো কি করে

কিছুই বুঝিনা.....

ওরে পাখিরে বুঝেও বুঝলি না

হৃদয়টারে শূণ্য করে

গেলিরে তুই কোন বনে রে

হৃদয়টারে শূণ্য করে....

গেলিরে তুই কোন বনে রে

তোর বিরহেই কাটে নারে দিন

ওরে পাখিরে বুঝেও বুঝলি না

মন পাখি তুই চইলা গেলিরে

ওরে পাখিরে ফিরা আইলি না

= নতুন HD মিউজিক পেতে=

==ফলো দিয়ে সাথে থাকুন==

কি দোষেতে দোষি করে

দাগা দিলি সরল প্রাণে রে

কি দোষেতে দোষি করে

দাগা দিলি সরল প্রাণে রে

তোর কারনে গোলোরে দুই কুল

ওরে পাখিরে বুঝেও বুঝলি না

মন পাখি তুই চইলা গেলিরে

ওরে পাখিরে ফিরা আইলি না

আমি তোরে ছাড়া বাঁচবো কি করে

কিছুই বুঝিনা.....

ওরে পাখিরে ফিরা আইলি না

ওরে পাখিরে বুঝেও বুঝলি না

ওরে পাখিরে বুঝেও বুঝলি না

ওরে পাখিরে বুঝেও বুঝলি না

Lebih Daripada রবি চৌধুরী

Lihat semualogo

Anda Mungkin Suka