menu-iconlogo
huatong
huatong
avatar

আকাশ প্রদীপ জ্বলে

লতা মঙ্গেশকরhuatong
≛⃝🕊❤️𝄞🅼🅾🆉🅸🅱🆄🆁☆⃝🅩🅜🅛huatong
Lirik
Rakaman
আকাশ প্রদীপ জ্বলে

দূরের তারার পানে চেয়ে

আমার নয়ন দু'টি

শুধুই তোমারে চাহে

ব্যথার বাদলে যায় ছেয়ে

আকাশ প্রদীপ জ্বলে

দূরের তারার পানে চেয়ে

-==আপলোডঃ মজিবুর==-

বয়ে চলে আঁধি আর রাত্রি

আমি চলি দিশাহীন যাত্রী

বয়ে চলে আঁধি আর রাত্রি

আমি চলি দিশাহীন যাত্রী

দূর অজানার পারে

আকুল আশার খেয়া বেয়ে

আমার নয়ন দু'টি

শুধুই তোমারে চাহে

ব্যথার বাদলে যায় ছেয়ে

আকাশ প্রদীপ জ্বলে

দূরের তারার পানে চেয়ে

-==আপলোডঃ মজিবুর==-

কত কাল, আর কত কাল

এই পথচলা ওগো চলবে

কত রাত এই হিয়া

আকাশ প্রদীপ হয়ে জ্বলবে

=============

কোনো রাতে মনে কি গো পড়বে

ব্যথা হয়ে আঁখি জল ঝরবে

কোনো রাতে মনে কি গো পড়বে

ব্যথা হয়ে আঁখি জল ঝরবে

বাতাস আকুল হবে

তোমার নিঃশ্বাসটুকু পেয়ে

আমার নয়ন দু'টি

শুধুই তোমারে চাহে

ব্যথার বাদলে যায় ছেয়ে

আকাশ প্রদীপ জ্বলে

দূরের তারার পানে চেয়ে

====ধন্যবাদ====

Lebih Daripada লতা মঙ্গেশকর

Lihat semualogo

Anda Mungkin Suka