menu-iconlogo
huatong
huatong
avatar

robena e dhon

লালন গীতিhuatong
Reza_Khan_BPMC_15huatong
Lirik
Rakaman
রবে না এ ধন

জীবন যৌবন

লালন গীতি

রবে না এ ধন

জীবন যৌবন

তবে কেন মন

এত বাসনা

রবে না এ ধন

একবার সবুরের দেশে

বয় দেখি দম কষে

সবুরের দেশে

বয় দেখি দম কষে

উঠিস নারে ভেসে

পেয়ে যন্ত্রণা

রবে না এ ধন

জীবন যৌবন

তবে কেন মন

এত বাসনা

রবে না এ ধন

যে করে কালার

চরণের আশা

জানোনা রে মন

তার কী দুর্দশা

যে করে কালার

চরণের আশা

জানোনা রে মন

তার কী দুর্দশা

বলী রাজা ছিল,

তার সর্বস্ব ধন নিল

বলী রাজা ছিল

তার সর্বস্ব ধন নিল

বামুনরূপে প্রভু

করে ছলনা

রবে না এ ধন

জীবন যৌবন

তবে কেন মন

এত বাসনা

রবে না এ ধন

প্রহ্লাদ চরিত্র

দেখ দৈত্য ধামে

কত কষ্ট পেল

সেই স্রষ্টা নামে

প্রহ্লাদ চরিত্র

দেখ দৈত্য ধামে

কত কষ্ট পেল

সেই স্রষ্টা নামে

তারে জলেতে ডুবালো

আগুনে পুড়ালো

জলেতে ডুবালো

আগুনে পুড়ালো

তবু না ছাড়িল

সেই প্রভু সাধনা

রবে না এ ধন

জীবন যৌবন

তবে কেন মন

এত বাসনা

রবে না এ ধন

কর্ণ রাজা ভবে

বড় দাতা ছিল

অতিথি রূপে তার

পুত্রকে নাশিল

কর্ণ রাজা ভবে

বড় দাতা ছিল

অতিথি রূপে তার

পুত্রকে নাশিল

কর্ণ অনুরাগী

না হইল দুখী

কর্ণ অনুরাগী

না হইল দুখী

অতিথির মন

করল সান্ত্বনা

রবে না এ ধন

জীবন যৌবন

তবে কেন মন

এত বাসনা

রবে না এ ধন

রামের ভক্ত লক্ষণ

ছিল সর্বকালে

শক্তি শেল হানিল

তার বক্ষস্হলে

রামের ভক্ত লক্ষণ

ছিল সর্বকালে

শক্তি শেল হানিল

তার বক্ষস্হলে

তবু রামচন্দ্রের প্রতি,

লক্ষণ না ছাড়িল ভক্তি

রামচন্দ্রের প্রতি,

লক্ষণ না ছাড়িল ভক্তি

লালন বলে কররে বিবেচনা

রবে না এ ধন

জীবন যৌবন

তবে কেন মন

এত বাসনা

রবে না এ ধন

একবার সবুরের দেশে

বয় দেখি দম কষে

সবুরের দেশে

বয় দেখি দম কষে

উঠিস নারে ভেসে

পেয়ে যন্ত্রণা

রবে না এ ধন

জীবন যৌবন

তবে কেন মন

এত বাসনা

রবে না এ ধন

জীবন যৌবন

তবে কেন মন

এত বাসনা

রবে না এ ধন

Lebih Daripada লালন গীতি

Lihat semualogo

Anda Mungkin Suka