তোমরা কইও গো বুঝাইয়া,
তোমরা কইও গো বুঝাইয়া...
প্রাণ বন্ধু মোর আসবে কি গো
আমি যদি যাই মরিয়া
প্রাণ বন্ধু মোর আসবে কি গো
আমি যদি যাই মরিয়া
তোমরা কইও গো বুঝাইয়া,
তোমরা কইও গো বুঝাইয়া....
প্রাণ বন্ধু মোর আসবে কি গো
আমি যদি যাই মরিয়া
প্রাণ বন্ধু মোর আসবে কি গো
আমি যদি যাই মরিয়া
জ্যৈষ্ঠ গেলো আষাঢ় গেলো
শ্রাবণও ফুরাইলো
জ্যৈষ্ঠ গেলো আষাঢ় গেলো
শ্রাবণও ফুরাইলো
কারে দিব সোনার যৌবন,
না আসলে ফিরিয়া
কারে দিব সোনার যৌবন,
না আসলে ফিরিয়া
তোমরা কইও গো বুঝাইয়া,
তোমরা কইও গো বুঝাইয়া....
প্রাণ বন্ধু মোর আসবে কি গো
আমি যদি যাই মরিয়া
প্রাণ বন্ধু মোর আসবে কি গো
আমি যদি যাই মরিয়া
তোমরা যে বুঝাও গো সখী,
মনে তো বুঝেনা
তোমরা যে বুঝাও গো সখী,
মনে তো বুঝেনা
দেইখা আইলাম বন্ধুর বাসর
ফুলে ফুলে ভরা হায় গো
দেইখা আইলাম বন্ধুর বাসর
ফুলে ফুলে ভরা
তোমরা কইও গো বুঝাইয়া,
তোমরা কইও গো বুঝাইয়া...
প্রাণ বন্ধু মোর আসবে কি গো
আমি যদি যাই মরিয়া
প্রাণ বন্ধু মোর আসবে কি গো
আমি যদি যাই মরিয়া
কালো রুপের জ্বালা সখী
বুঝিবে কেমনে
কালো রুপের জ্বালা সখী,
বুঝিবে কেমনে
যে দেইখাছে সেই মইরাছে,
জানে আমার মনে হায় গো
যে দেইখাছে সেই মইরাছে,
জানে আমার মনে
তোমরা কইও গো বুঝাইয়া
তোমরা কইও গো বুঝাইয়া.....
প্রাণ বন্ধু মোর আসবে কি গো
আমি যদি যাই মরিয়া
প্রাণ বন্ধু মোর আসবে কি গো
আমি যদি যাই মরিয়া
তোমরা যদি দেখতে সখী,
আমারই নয়নে
তোমরা যদি দেখতে সখী,
আমারই নয়নে
কুলমান ছাড়িয়া যাইতে,
পাগলিনী হইয়া সখী
কুলমান ছাড়িয়া যাইতে,
পাগলিনী হইয়া
তোমরা কইও গো বুঝাইয়া,
তোমরা কইও গো বুঝাইয়া...
প্রাণ বন্ধু মোর আসবে কি গো
আমি যদি যাই মরিয়া
প্রাণ বন্ধু মোর আসবে কি গো
আমি যদি যাই মরিয়া
প্রাণ বন্ধু মোর আসবে কি গো
আমি যদি যাই মরিয়া